Advertisement

সাজেকে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

কালবেলা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

পাহাড়ের গভীর খাদ থেকে হতাহতদের উদ্ধার করছেন স্থানীয় লোকজন ও সেনাবাহিনী। ছবি : কালবেলা
পাহাড়ের গভীর খাদ থেকে হতাহতদের উদ্ধার করছেন স্থানীয় লোকজন ও সেনাবাহিনী। ছবি : কালবেলা

রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় পিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইছড়ি উপজেলাধীন বাঘাইহাটের সিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে বাঘাইছড়ি উপজেলাধীন বাঘাইহাট থেকে সাজেকগামী পর্যটকবাহী জিপগাড়ি সিজকছড়া এলাকায় পৌঁছলে রাস্তার ঢালুতে গাড়ির ব্রেক ফেল করে পাহাড়ের নিচে পড়ে যায়। এতে একজন ঘটনাস্থলে মারা যান। আহত হয়েছেন ১১ জন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও সেনাবাহিনী কর্তৃক তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, বিষয়টি শুনেছি। দুপুরে সাজেক যাওয়ার পথে সিজকছড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন গাড়িতে থাকা আরও ১১ জন।

তিনি আরও বলেন, নিহত শিক্ষার্থীর নাম পিংকি শুনেছি, তবে সঠিক এখনো বলতে পারছি না। আহতদের চিকিৎসার জন্য প্রশাসন কাজ করছে।

Lading . . .