পটিয়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে চট্টগ্রামের পটিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পটিয়া উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া-মিলাদের আয়োজন করা হয়। এতে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম নেছার ও সাইফুদ্দিন সালাম মিঠু, সদস্য বদরুল খায়ের চৌধুরী, শাহাদাত হোসেন সুমনসহ পটিয়া উপজেলা ও পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মী।
এদিন উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের গৈড়ঁলা কেন্দ্রীয় জামে মসজিদ ও শাহচান্দ আউলিয়া মাজারের মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন তারা।
পরে উপস্থিত নেতাকর্মীদের ও উপস্থিত জনগণের উদ্দেশ্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী সৈয়দ সাদাত আহমেদ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী। তিনি আপসহীন ও গণমানুষের নেত্রী। খালেদা জিয়া অসুস্থ থাকার পরও দেশের মানুষের কথা ভেবে দেশত্যাগ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরে রাখার পাশাপাশি তিনি নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করতে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’
যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কটূক্তি করছেন তাদেরকে সমস্ত সমালোচনা ও গীবত বাদ দিয়ে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন