Advertisement

জলসীমা অতিক্রম করায় ১৯ ফিশিং বোটসহ ১২২ জেলে আটক

যুগান্তর

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

আটক জেলেরা। ছবি: যুগান্তর
আটক জেলেরা। ছবি: যুগান্তর

আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় মাছ ধরার সময় ১৯ ফিশিং বোটসহ ১২২ বাংলাদেশি ও রোহিঙ্গা জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকা থেকে বেশকিছু বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্য রেখা অতিক্রম করেছে। তারা মিয়ানমারের ভেতরে মাছ ধরছে- এমন তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শুক্রবার বিকালে নাইক্ষ্যংদ্বীয়া নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার জলসীমায় অবস্থানরত ১৯টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২২ জন (বাংলাদেশি- ২৯ জন ও রোহিঙ্গা- ৯৩ জন) জেলেকে আটক করা হয়।

তিনি জানান, আটক জেলে ও জব্দ বোটের বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Lading . . .