Advertisement

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

কালবেলা

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

সীতাকুণ্ডে অস্ত্র তৈরির কারখানা থেকে আটকরা। ছবি : কালবেলা
সীতাকুণ্ডে অস্ত্র তৈরির কারখানা থেকে আটকরা। ছবি : কালবেলা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গলে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। শনিবার (৩০ আগস্ট) উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার ও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

‎আটকরা হলেন, বাঁশখালী উপজেলার চনুয়া গ্রামের ফয়েজ আহমদের ছেলে কামরুল হাসান রেদোয়ান (৩৫), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ফকিরঝুম এলাকার নুর আলমের ছেলে রোমান (২৫), উপজেলার জঙ্গল সলিমপুর ৪নং সমাজের মোহাম্মদ মোরশেদের ছেলে আশিক (৩৫), নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জয়নাল আবেদীনের ছেলে আমির ইসলাম (৪০)।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। ওই কারখানা থেকে চার সন্ত্রাসীসহ ৬টি দেশীয় অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ৫ রাউন্ড, চাইনিজ কুড়াল ১টি, ছুরি ২০টি, ওয়াকিটকি চার্জার ২টি, মেগাফোন ১টি, প্যারাসুট ফ্লেয়ার ৪টি এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের নিকটস্থ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত ওসি (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Lading . . .