Advertisement

হাতি মারার ফাঁদে কিশোরের মৃত্যু

কালবেলা

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

নিহত কিশোর মোহাম্মদ জাহেদ। ছবি : সংগৃহীত
নিহত কিশোর মোহাম্মদ জাহেদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় হাতি মারার ফাঁদে বিদ্যুতের তারে জড়িয়ে মোহাম্মদ জাহেদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের খানবাড়ি ফকিরখিল বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর মো. জাবেদ স্থানীয় আবদুল হাফেজের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেয়াং পাহাড়ে অবস্থানরত তিনটি হাতি প্রতিদিন রাতে আশপাশে হানা দিয়ে মাঠের ধান, সবজি খেত, ফসল ও গাছের চারার ব্যাপক ক্ষতি করেছে। হাতির আক্রমণে অতিষ্ঠ হয়ে এলাকার লোকজন নিজেদের কৃষি খামার ও বাড়িঘরের আশপাশে তারের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতেন। সোমবার বিকালে মোহাম্মদ জাহেদ বৈরাগ ফকিরখিল বিলে কাজ করতে গেলে হাতি মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার চিৎকারে লোকজন গিয়ে তাকে উদ্ধার করতে গেলে তার চাচাতো ভাই আমির খান (২৪) ও প্রতিবেশী গোল বাহার বেগম (৪০) গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাবেদকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, হাতির জন্য দেওয়া বিদ্যুতের ফাঁদে একজন মারা যাওয়ার তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে। বিস্তারিত তথ্য নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Lading . . .