Advertisement

পরশুরামে বন্যা সমস্যার স্থায়ী সমাধানে সেমিনার

যুগান্তর

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ফেনীর পরশুরামে ‘বন্যা প্রতিরোধে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর টেকসই বাঁধ নির্মাণ ও খাল খননে পরশুরামবাসীর ভূমিকা ও সরকারের করণীয়’ শীর্ষক সেমিনার আয়োজিত হয়েছে। ‘ফেনী বাঁধ নির্মাণ ও খাল সংরক্ষণ পরিষদ’ এর উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

শনিবার পরশুরাম অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে পরিষদের অন্যতম উদ্যোক্তা ইমাম হোসেন সজীবের সঞ্চালনায় ও ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে কী-নোট স্পীচ প্রদান করেন ফেনী বাঁধ নির্মাণ ও খাল সংরক্ষণ পরিষদের আহবায়ক ও সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট-সিজিডির নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম।

প্রধান প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহিব্বুল্লাহ। প্যানেলিস্ট হিসেবে আলোচনা করেন লেখক ও চিন্তক ওমর কাদির, উপজেলা বিএনপির সভাপতি আবদুল হালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, পরশুরাম পৌরসভা বিএনপির আহবায়ক মাহফুজ কমিশনার, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, জামায়াত নেতা এডভোকেট এমদাদুল হক, জনতার অধিকার পার্টি চেয়ারম্যান তারেকুল ইসলাম মজুমদার, সময় টিভির ব্যুরো চীফ আতিয়ার সজল, এখন টিভির জেলা প্রতিনিধি সোলায়মান ডালিম।

এছাড়াও পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. ইউনুছ, এনামুল করিম আজাদ, মেহেদী হাসান, নাহিদ হয়দার প্রমুখ। সেমিনারে শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, পরিবেশবিদ, স্বেচ্ছাসেবী, সুশীল সমাজের প্রতিনিধি, বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণ, কৃষক ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আলোচনায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

বক্তারা মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর টেকসই বাঁধ নির্মাণ, খাল খনন ও সংরক্ষণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সরকারি ও স্থানীয় উদ্যোগের সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেন। তারা মনে করেন, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সরকারের আন্তরিক পদক্ষেপের মাধ্যমেই এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব।

আরও পড়ুন

Lading . . .