কুমিল্লায় বখাটেদের হামলায় আতঙ্কে চিকিৎসকের মৃত্যু
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লায় বখাটে চক্রের ধাওয়ার সময় আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ডা. নাজমুল হাসান আখন্দ নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামের বিজরা এলাকায় এ ঘটনা ঘটেছে।
মৃত ডা. নাজমুল হাসান আখন্দ (৬৫) চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি কুমিল্লা নগরীর বাদুরতলা শিশু মঙ্গল এলাকার বাসিন্দা।
পুলিশ এবং স্বজনরা জানান, বুধবার বিকালে চাঁদপুরের শাহারাস্তি থেকে কুমিল্লা আসার পথে লাকসামের বিজরা এলাকায় তার প্রাইভেটকারের সঙ্গে একটি মোটরসাইকেলের মৃদু ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহী দুই বখাটে যুবকসহ কয়েকজন তার গাড়িতে হামলা করলে ঘটনাস্থলেই গাড়িতে লুটিয়ে পড়েন ডা. নাজমুল হাসান আকন্দ। পরে চালক কিছুদূর এগিয়ে গেলে মোটরসাইকেল আরোহীরা তাকে ধাওয়া করে। এতে ওই চিকিৎসক ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর বাদুরতলায় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাজমুল হাসানের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী নাসির উদ্দিন বলেন, দুই মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন যুবক ওই চিকিৎসকের গাড়িতে হামলা করে। এতে আতঙ্কিত হয়ে তিনি গাড়ির মধ্যেই লুটিয়ে পড়েন। পরে আমি তাকে বখাটেদের হাত থেকে উদ্ধার করে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে নিয়ে আসি। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নলেজে এসেছে। ভিকটিম পরিবার যদি আইনগত ব্যবস্থা নিতে চায় তাহলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করতে হবে।