রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

রাঙামাটিতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটির এবারের শ্লোগান হলো ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যত গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বার্থক প্রয়োগ’।
দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল।
সংগঠনটির পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। উদ্বোধক ছিলেন শিক্ষাবিদ শিশির চাকমা।
এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাধবী লতা চাকমাসহ বিশিষ্ট ব্যক্তিরা বিশেষ অতিথি ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার। এছাড়া পাবর্ত চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা সংহতি বক্তব্য রাখেন। বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ দেশের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন।
শুরুতে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এরপর বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা নিজস্ব সংস্কৃতির নৃত্য-সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার বলেন, আদিবাসী হচ্ছে আমাদের আত্মপরিচয়। এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা পাহাড়-সমতলে সব আদিবাসী জনগণ ঐক্যবদ্ধ। আমাদের দাবি একটাই, তা হলো বাংলাদেশের সংবিধানে আমাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে। আমরা এ দাবি আদায় করেই ছাড়ব।
উদ্বোধক শিশির চাকমা বলেন, বাংলাদেশে সরকার আসে সরকার যায়। কিন্তু সব সরকারের আচরণ-নীতি হলো বাংলাদেশের আদিবাসীদের অধিকার থেকে বঞ্চিত রাখা। সব সরকারের অবস্থান আদিবাসীদের অধিকারের বিরুদ্ধে।