Advertisement

বান্দরবানে ভাইয়ের হাতে ভাই খুন

যুগান্তর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয়দের সহযোগিতায় পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করেছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়ুয়াপাড়ায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাই সোহেল বড়ুয়াকে (১৭) ছুরিকাঘাত করেন সৎভাই সুপন বড়ুয়া (৩০)। স্থানীয়রা আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘুমধুম থেকে সুপন বড়ুয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

সোহেল বড়ুয়া (১৭) ওই এলাকার রাধাকান্ত বড়ুয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জাফর ইকবাল জানান, ঘটনাস্থল থেকে হত্যার আলামত জব্দ এবং হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের হয়েছে।

Lading . . .