Advertisement

বাংলাদেশ থেকে আরো এলিট আম্পায়ার তৈরির আশা সৈকতের

ঢাকা পোস্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি করেছেন সাইমন টাফেল। ইতোমধ্যে ঢাকা এসে নিজের কাজ বুঝে নিয়েছেন তিনি। বিসিবির সঙ্গে আজ করেছেন বৈঠক, সেখানে উপস্থিত ছিলেন এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এছাড়া ছিলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও।

মিঠুর আশা, এই দুই বছরে টাফেলের সঙ্গে থেকে আম্পায়ারদের প্রশিক্ষিত করার কার্যক্রম শিখে নেবেন সৈকতও। মিরপুরে সংবাদ সম্মেলনে সৈকত বলেছেন, টাফেলের এডুকেশন থেকে ভালো মানের আম্পায়ার পাবে বাংলাদেশ, ‘অনেকে জানেন কি না জানি না, আমার যে প্রথম দুই ওয়ানডে ছিল, সেখানে ডেব্যু হয়েছে সাইমন টাফেলের সঙ্গে। আমি সবসময় বলে এসেছি, আই এম অ্যা বিগ এডমায়ারার অফ হিম।’

পরে টাফেলকে নিয়ে সৈকত বলেন, ‘তিনি শুধু একজন আম্পায়ারই ছিলেন না, অনেক বছর ধরেই আম্পায়ারদের এডুকেশন নিয়ে কাজ করছেন। আমরা সম্প্রতি আম্পায়ারিংয়ে বেশ ভালো করছি। আশা করছি সাইমনের সঙ্গে আমাদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমরা আরও বেশি এলিট আম্পায়ার পাব এ আশা করছি।’

আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র সদস্য এখন সৈকত। সৈকতের বিশ্বাস, সময় দিলে বাংলাদেশ থেকেও আরও এলিট প্যানেল আম্পায়ার পাওয়া যাবে, ‘একজন এলিট আম্পায়ার তৈরির জন্য অনেক সময় লাগে। এটা শর্ট কাটের জায়গা না। রেজিলিইয়েন্স, ডিটারমিনেশন, এগুলো লাগে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমাদের মাইন্ডসেট চেইঞ্জ করা। রেসপেক্টের যে জায়গাটা, আম্পায়ারদের প্রতি এটা একটু কম আছে।’

সৈকত আরো বলেন, ‘আমরা একটু ক্রিকেটার অরিয়েন্টেড নেশন। এখন ক্রিকেট বোর্ডের যে কর্মকান্ড দেখছি, তাতে মনে হচ্ছে এই দিকেও উন্নতি আসবে। আমাদের স্বপ্ন দেখতে হবে। একজনই তো শেষ নয়। আই এম নট দ্য লাস্ট ওয়ান টু বি এন এলিট প্যানেল আম্পায়ার। আরও অনেক এলিট প্যানেল আম্পায়ার আসবে।’

আইসিসির এই এলিট আম্পায়ার যোগ করেন, ‘যখন আমরা দল হিসেবে কাজ করব, স্ট্রাকচার থাকবে, এডুকেশন থাকবে, তখন আরও অনেক এলিট প্যানেল আম্পায়ার আসবে। সিস্টেমটা যদি দাঁড়িয়ে যায়, তাহলে ফিউচারে আমরা আরও অনেক এলিট আম্পায়ার পাব।’

এসএইচ/এএল

Lading . . .