Advertisement

ভারতের স্পন্সর হতে পারবে না জুয়া-মদ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান

ঢাকা পোস্ট

প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

ভারতীয় দলের স্পনসর হওয়ার জন্য দরপত্র চেয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে সব ধরনের প্রতিষ্ঠান তাদের স্পন্সর হতে পারবে না। বেশ কয়েক ধরনের প্রতিষ্ঠানের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে বিসিসিআই।

মোট ১০ ধরনের প্রতিষ্ঠান ভারতীয় দলের স্পন্সর হতে পারবে না। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিসিআই।

যে ১০ ধরনের প্রতিষ্ঠান ভারতীয় দলের স্পনসর হতে পারবে না—

ভারতে বা বিশ্বের কোথাও অনলাইন গেমিং, বেটিং বা জুয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান।

প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ক্রিপ্টো ট্রেডিং বা ক্রিপ্টো এক্সচেঞ্জ বা ক্রিপ্টো টোকেন বা ক্রিপ্টো কারেন্সি বা ওই ধরনের কোনও ব্যবসায় জড়িত প্রতিষ্ঠান।

মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

তামাকজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

পর্নোগ্রাফি প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

ক্রীড়া পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

ব্যাঙ্ক ও আর্থিক পরিষেবা দেওয়া প্রতিষ্ঠান এবং নন-ব্যাঙ্কিং আর্থিক পরিষেবা দেওয়া প্রতিষ্ঠান।

কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

পাখা, মিক্সার গ্রাইন্ডার এবং তালা প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

বীমা প্রতিষ্ঠান।

শেষে পাঁচটি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে কারণ, এই ধরনের কোনও না কোনও প্রতিষ্ঠান ইতোমধ্যেই কোনও না কোনও ভাবে ভারতীয় বোর্ডের স্পনসর।

এইচজেএস

Lading . . .