Advertisement

লাল বলের ক্রিকেট থেকে ‘ব্রেক’, প্রশ্নের মুখে শ্রেয়সের টেস্ট কেরিয়ার

এই সময়

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

লাল বলের ক্রিকেট থেকে ‘ব্রেক’ শ্রেয়সের,Ei Samay
লাল বলের ক্রিকেট থেকে ‘ব্রেক’ শ্রেয়সের,Ei Samay

ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের আগেই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া ‘A’ দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে হঠাৎ করেই নেতৃত্ব ছেড়েছেন শ্রেয়স আইয়ার। স্কোয়াড থেকেই সরে দাঁড়িয়ে ফিরে যান মুম্বইতে। কেন এমন সিদ্ধান্ত নিলেন শ্রেয়স, সেই নিয়ে বাড়ছিল জল্পনা। এ বার প্রকাশ্যে এল কারণ। আর সেটা শুনে মাথায় হাত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। লাল বলের ক্রিকেট থেকে আপাতত বিরতি চাইছেন শ্রেয়স আইয়ার। একটানা চার-পাঁচ দিন খেলার ধকল সহ্য করতে পারছেন না তিনি।

রিপোর্টে প্রকাশ, এই নিয়ে BCCI-কে চিঠিও লেখেন শ্রেয়স। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের জন্য তাঁকে দলে না রাখার জন্যও অনুরোধ করেছেন। এর ফলে প্রশ্নের মুখে তাঁর টেস্ট কেরিয়ার।

কেন টেস্ট থেকে বিরতি চাইছেন শ্রেয়স?

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে শ্রেয়স সুযোগ পাননি বলে সমালোচনার ঝড় উঠেছিল। তাই জাতীয় দলে কামব্যাকের সুযোগ দেওয়ার জন্য অস্ট্রেলিয়া A দলের বিরুদ্ধে ভারতের ক্যাপ্টেন করা হয়েছিল তাঁকে। প্রথম টেস্টে খেললেও দ্বিতীয় ম্যাচ শুরুর আগেই সরে দাঁড়িয়েছেন। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সঙ্গে কথা বলে BCCI-কে চিঠি লেখেন শ্রেয়স।

রিপোর্টে প্রকাশ, নির্বাচকদের তিনি জানান, পিঠের সমস্যার কারণে তিনি এখন লাল বলের ক্রিকেটের ধকল নিতে পারছেন না। চার-পাঁচ দিন ধরে ফিল্ডিং করার মতো শারীরিক পরিস্থিতি নেই তাঁর। তাই যতদিন না এই সমস্যা কাটিয়ে উঠছেন, ততদিন লাল বলের ক্রিকেট থেকে বিরতি নিতে চান এই তারকা ক্রিকেটার।

🚨 SHREYAS IYER WANTS A BREAK. 🚨

- Iyer has written to the BCCI that he'll be taking a break from red ball cricket due to back stiffness and fatigue issues. (Express Sports). pic.twitter.com/MElCnAeBbh

নির্বাচকদের শ্রেয়স আরও জানান, গত বছরেও এই সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তখন রঞ্জি ট্রফিতে ওভারের মাঝে কিছুক্ষণ করে বিশ্রাম নিয়ে খেলা চালিয়ে গিয়েছিলেন কোনওভাবে। কিন্তু ভারতীয় ‘A’ দলের হয়ে কিংবা আন্তর্জাতিক স্তরে কোনও ম্যাচে এমন করা সম্ভব নয়। তাই ঝুঁকি নিতে চাইছেন না শ্রেয়স।

Shreyas Iyer

বোর্ড সূত্রে জানা গিয়েছে, শ্রেয়স কর্মকর্তাদের জানিয়েছেন তাঁর ব্রেক নেওয়ার বিষয়ে। লাল বলের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করেই জানিয়েছেন। আগামী কয়েক মাস লাল বলের ক্রিকেট খেলবেন না তিনি। নিজেকে টেস্ট খেলার মতো সম্পূর্ণ ফিট করে তোলার জন্য ফিজ়িও এবং ট্রেনারদের সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নেবেন।এর আগেও পিঠের সমস্যায় ভুগেছেন শ্রেয়স। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ় থেকে বাদ পড়ার পরেও চেক আপ করিয়েছিলেন তিনি।

Ithink it's a huge Development Shreyas Iyer has taken a break from Red Ball cricket because of Injury concern
Probably it was destined & I still believe the Indian test Cricket team is about to witness the Worst Day of history
Because of the Wrong Captain & Coach #ShreyasIyer pic.twitter.com/vZ29iXBLyr

তবে এখন এই সিদ্ধান্তের ফলে প্রশ্নের মুখে তাঁর টেস্ট ক্রিকেটে কেরিয়ার। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলবেন না, সেটা কার্যত নিশ্চিত। নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়েও খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ঘরোয়া ক্রিকেটে এই মরশুমে মুম্বইয়ের হয়েও রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে না শ্রেয়সকে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Shreyas Iyer

তবে সীমিত ওভারের ক্রিকেটে খেলবেন, সেটা জানিয়েছেন শ্রেয়স। অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI সিরিজ়ে শ্রেয়সকে টিমে রাখতে পারেন নির্বাচকরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দারুণ ফর্মে ছিলেন তিনি। বিদেশের মাটিতে টি-টোয়েন্টি দলেও ডাক পেতে পারেন। তবে লাল বলের ক্রিকেটে কবে ফিরবেন, সেই প্রশ্ন থেকেই গেল।

Lading . . .