তারকাদের ছাড়াই ফাইনালে দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চল, একাধিক পরিবর্তন দুই দলে
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

দলীপ ট্রফির ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল। ১১ থেকে ১৫ সেপ্টেম্বর চলবে এই ম্যাচ। দুই দলই দাপট দেখিয়েছে শেষ চারের ম্যাচে। প্রথম ইনিংসে বড় লিড নেওয়ায় ফাইনালে পৌঁছেছে দুই দল। তবে ফাইনালে নামার আগে চাপে দুই শিবিরই। চোট না থাকলেও একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাবে না দুই টিম। যে ক্রিকেটারদের পারফরম্যান্সের উপরে ভর করে ফাইনালে পৌঁছেছে, তাঁদের ছাড়াই ফাইনাল খেলতে হবে। তালিকায় রয়েছেন নারায়ণ জগদীশন থেকে হর্ষ দুবে- অনেকেই। কারা খেলবেন না এই ম্যাচে?
অস্ট্রেলিয়া ‘A’ দল দু’টি টেস্ট এবং তিনটি ODI খেলবে ভারতীয় ‘A’ দলের বিরুদ্ধে। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই সিরিজ়। এই সিরিজ়ের জন্য জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের মোট ৬ জন। জাতীয় দলের হয়ে শিবিরে যোগ দেওয়ায় দলীপ ট্রফির ফাইনালে খেলতে পারবেন না তাঁরা।
#DuleepTrophy 2025-26 #Final is set! 🎉
South Zone 🆚 Central Zone 🔥
📅 11th – 15th September
📺 Catch all the action LIVE on Star Sports Khel
📱 Live Streaming on JioHotstar
📊 Live Scores on https://t.co/pQRlXkCguc and the BCCI Official App @IDFCFIRSTBank pic.twitter.com/WjjARFhIhs
সাউথ জ়োন থেকে ডাক পেয়েছেন নারায়ণ জগদীশন ও দেবদত্ত পাডিক্কল। এই দুই ক্রিকেটার বড় ভূমিকা রেখেছেন দলের ফাইনালে পৌঁছনোয়। প্রথম ইনিংসে ১৯৭ রানের ইনিংসে খেলেন জগদীশন। দ্বিতীয় ইনিংসে করেন ৫২ রান। দেবদত্ত পাডিক্কলও ছিলেন ভালো ফর্মে। তাই তাঁদের ছাড়া ফাইনালে নামতে হওয়ায় কিছুটা চাপে দক্ষিণাঞ্চল। তাঁদের পরিবর্ত হিসেবে তামিলনাড়ুর আন্দ্রে সিদ্ধার্থ এবং কর্নাটকের স্মরণ রবিচন্দ্রনকে দলে নিয়েছে দক্ষিণাঞ্চল। স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে রাখা হয়েছে অজয় রোহেরা ও অনিকেত রেড্ডিকে।
অন্য দিকে মধ্যাঞ্চলকে চারটি পরিবর্তন করতে হয়েছে দলে। জাতীয় দলে ডাক পাওয়ায় হর্ষ দুবে, খলিল আহমেদ, যশ ঠাকুর ও মানব সুতারকে পাবে না তারা
হর্ষ দুবের জায়গায় দলে এসেছেন কুমার কার্তিকেয়। কুলদীপ সেন খেলবেন খলিল আহমেদের জায়গায়। রাজস্থানের স্পিনার অজয় কুমার খেলবেন মানব সুতারের জায়গায়। যশ ঠাকুরের জায়গায় দলে এসেছেন নচিকেত ভুটে। তবে হর্ষ দুবের অভাব মেটানোই চ্যালেঞ্জ মধ্যাঞ্চলের।