Advertisement

সেমির দৌড়ে এগিয়ে যেতে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

ঢাকা পোস্ট

প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫

24obnd

টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে সেমির দৌড়ে টিকে থাকতে আজকের ম্যাচে জেতাটা বাংলাদেশ 'এ' দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে মেলবোর্ন স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে সাইফ হাসান-নুরুল হাসানরা রান পেলেও বেশ ধীরগতির ব্যাটিং করেছেন। শেষদিকে ইয়াসির আলি রাব্বির গিয়ার পরিবর্তন করেন। তার ১৭ বলে ২৯ রানের সুবাধে দেড়শ ছাড়ায় বাংলাদেশের ইনিংস।

ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ 'এ'। দলের হয়ে হয়ে ৪৫ রান করেন সাইফ হাসান।

দারুণ ফর্মে থাকা জিশান আলম আজ রান পাননি। ১৩ বল খেলে ১৩ রানের বেশি করতে পারেননি তিনি। আরেক ওপেনার নাঈম শেখ আরো ধীরগতির ব্যাটিং করেছেন। স্ট্রাইকরেটের জন্য বার বার সমালোচিত হওয়া এই ব্যাটার আজ ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন। তাতেও ইনিংস লম্বা করতে পারেননি। ২১ বলে করেছেন ১৯ রান।

তিনে নেমে ভালো শুরু করেছিলেন সাইফ হাসান। তবে তিনি উইকেটে থিতু হওয়ার পরও গিয়ার পরিবর্তন করতে পারেননি। সবমিলিয়ে ৩৫ বল খেলে ৪৫ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। মিডল অর্ডারে ব্যর্থ আফিফ হোসেন। গোল্ডেন ডাক খেয়েছেন এই ইনফর্ম ব্যাটার।

আজও ভালো শুরু করেছিলেন নুরুল হাসান সোহান। তবে পরিস্থিতি অনুযায়ী রানের গতি বাড়াতে পারেননি। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩৩ রান। ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া রাকিবুল হাসান ৪ রানের বেশি করতে পারেননি।

রাকিবুলের পর উইকেটে আসা ইয়াসির আলি দারুণ ব্যাটিং করেছেন। উইকেটে থিতু হতে কিছুটা সময় নিয়েলো শেষ দিকে সেটা পুষিয়ে দিয়েছেন। সাজঘরে ফেরার আগে ২ চার ও সমান সংখ্যক ছক্কায় ১৭ বলে করেছেন ২৯ রান।

এইচজেএস

Lading . . .