Advertisement

বড় চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ায় গেল বাংলাদেশ দল

ঢাকা পোস্ট

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টটিতে মোট ১১টি দল অংশগ্রহণ করবে। পাকিস্তান শাহীন্স ও নেপাল জাতীয় দলের পাশাপাশি অস্ট্রেলিয়ার রাজ্য দল ও বিগ ব্যাশের দলও খেলবে এই প্রতিযোগিতায়। গতকাল (শুক্রবার) রাতে দেশ ছাড়ার আগে আসন্ন সিরিজে চ্যালেঞ্জের কথা জানিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান।

অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘যে কন্ডিশনে যাচ্ছি সবার জন্য বড় চ্যালেঞ্জ, একইসঙ্গে ভালো সুযোগও বটে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সেরাটা দেওয়ার এবং ফাইনাল খেলার। আমাদের শতভাগ দিতে হবে। খেলতে হবে দল হিসেবে। প্রক্রিয়া অনুসরণ করলে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।’

দেশের ঘরোয়া ক্রিকেটে ভালো করায় জাতীয় দলের দুয়ারে কড়া নাড়ছেন সোহান। তবে আপাতত অস্ট্রেলিয়া সফরেই মনোযোগ ধরে রাখছেন সোহান, ‘এখন অস্ট্রেলিয়ার জন্য যাচ্ছি, এখানেই ফোকাস করছি, এখানেই ভালো করতে চাচ্ছি। বাকিটা আল্লাহ ভরসা।’

আরও পড়ুন

আগামী ১৪ আগস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অনুষ্ঠিতব্য জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছে পাকিস্তান শাহীন্স (এ দল)। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দল ২০২৪ সালের ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায়।

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল, হাসান মাহমুদ।

এসএইচ/এএইচএস

Lading . . .