সৈকতের চেয়ে সাইমন টাফেলকে রাজি করানো সহজ ছিল, জানাল বিসিবি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

দুই বছরের চুক্তিতে বিসিবির সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক তারকা আম্পায়ার সাইমন টাফেল। দেশের আম্পায়ারদের কাজের পরিধি বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টাফেলের পাশাপাশি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও দল হিসেবে কাজ করবেন বলে জানালেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।
আজ শনিবার সংবাদ সম্মেলনে মিঠু বলেন, ‘সৈকত আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এখন আমরা অপারেশন ও এডুকেশনকে আলাদা করছি-একজন আম্পায়ারের মধ্যে অপারেশন আর এডুকেশনের দায়িত্বকে ভাগ করে দেওয়া হচ্ছে। আসলে এসব বিষয় এখনো ড্রইং বোর্ড পর্যায়ে আছে। আমরা সব পরিকল্পনা, পাথওয়ে-সবকিছুই তার সঙ্গে পরামর্শ করেই এগিয়ে নেব। বর্তমানে তারা একটি টিম হিসেবে কাজ করছেন।’
সৈকতের চেয়ে টাফেলকে রাজি করানো সহজ ছিল বলেও মন্তব্য করেছেন মিঠু, ‘আমি একটা জিনিস বলি-ওকে রাজি করানো সৈকতকে রাজি করানোর চেয়েও সহজ ছিল। তাই আমি সত্যিই কৃতজ্ঞ যে তিনি এতে সম্মতি দিয়েছেন। কারণ আমি তো দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি পরিকল্পনায় ছিলাম, আর সেই পরিকল্পনায় সৈকতকে চাইছিলাম। সুতরাং আমি অনেক ভাগ্যবান যে সৈকতের মতো একটি সম্পদ ইতোমধ্যেই বাংলাদেশে রয়েছে। ভবিষ্যতে আমাদের আর বিদেশিদের ওপর নির্ভর করতে হবে না।’
এদিকে নতুন দায়িত্ব নিয়ে সৈকত বলেছেন, ‘আমাদের দেশে আম্পায়ারদের প্রতি সেই সম্মানটা কিছুটা কম, কারণ আমরা মূলত ক্রিকেটার-কেন্দ্রিক একটি জাতি। ফলে অন্য ক্ষেত্রগুলো এতদিন তেমনভাবে চিহ্নিত বা গুরুত্ব দেওয়া হয়নি। তবে এখন আপনারা দেখছেন যে ক্রিকেট বোর্ড থেকে এসব কার্যক্রম নেওয়া হচ্ছে, তাতে মনে হচ্ছে হ্যাঁ-আমরা অন্য ক্ষেত্রগুলোকেও গুরুত্ব দিচ্ছি, সেগুলোর প্রতিও যত্নশীল হচ্ছি।’
এসএইচ/এএল