আউট করে একে অন্যের মিমিক্রি, এশিয়া কাপে চর্চায় হাসারাঙ্গা-আব্রারের সেলিব্রেশন
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপে ডু-অর-ডাই ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। সুপার ফোরের ম্যাচে ৫ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছে সলমন আলি আঘার দল। আর এই ম্যাচের শেষে চর্চায় দুই দলের দুই ক্রিকেটারের সেলিব্রেশন। পাকিস্তানের আব্রার আহমেদ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা একে অন্যের সেলিব্রেশন নকল করেন। এই ঘটনা নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিয়ো। ম্যাচ শেষে আবার দুই ক্রিকেটারের মধ্যে কথোপকথনও হয়। কোন সেলিব্রেশনের জন্য চর্চায় দুই ক্রিকেটার?
পাকিস্তানের স্পিনার আব্রার আহমেদ। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ম্যাচের শুরু থেকেই পাক বোলারদের দাপটে বড় ইনিংস খেলতে পারেননি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। নিয়মিত ব্যবধানে উইকেট হারায় তারা। ইনিংসের ১৩তম ওভারে ঘটে প্রথম ঘটনা।
আব্রার আহমেদের গুগলি বুঝতে পারেননি হাসারাঙ্গা। স্লগ সুইপ মারতে গিয়ে ক্লিন বোল্ড হন তিনি। এরপরেই হাসারাঙ্গার সেলিব্রেশন নকল করেন আব্রার। হাত দুটো ক্রস করে কাঁধের কাছে আঙুল নাড়িয়ে শ্রীলঙ্কান অলরাউন্ডারের ট্রেডমার্ক সেলিব্রেশন করেন তিনি। সতীর্থদের থেকে জানতেও চান, ঠিক ভাবে করতে পেরেছেন কি না।
In today’s episode of "𝘈𝘴 𝘺𝘰𝘶 𝘴𝘰𝘸, 𝘴𝘰 𝘴𝘩𝘢𝘭𝘭 𝘺𝘰𝘶 𝘳𝘦𝘢𝘱…" 🤭
Watch the #DPWorldAsiaCup2025 from Sept 9-28, 7 PM onwards, LIVE on the Sony Sports Network TV channels & Sony LIV. #SonySportsNetwork #PAKvSL pic.twitter.com/evBAkIIEyx
এর প্রত্যুত্তরে সঙ্গে সঙ্গে কোনও ভঙ্গিমা না করলেও, দ্বিতীয় ইনিংসে জবাব দেন হাসারাঙ্গা। পাকিস্তানের ইনিংসের ষষ্ঠ ওভারে থিকশানার বলে আউট হন ফখর জ়মান। ডাইভ মেরে এক হাতে ক্যাচ নেন হাসারাঙ্গা। এর পরেই আব্রারের সেন্ড-অফ সেলিব্রেশন নকল করেন তিনি। সেখানেই থেমে থাকেননি। পরের ওভারেই সায়িম আয়ুবকে ক্লিন বোল্ড করেন হাসারাঙ্গা। আবার সেই কায়দায় সেলিব্রেশন (সেন্ড-অফ) করেন।
Abrar Ahmed's Instagram story. ❤️ pic.twitter.com/YrMliSoh43
এটা দেখে পাকিস্তানের ডাগ-আউটে হেসে ওঠেন আব্রার আহমেদও। এই দুই সেলিব্রেশনের ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে ম্যাচ হেরে যথেষ্ট চাপে শ্রীলঙ্কা। ফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গেল তারা। অন্য দিকে অক্সিজেন পেল পাকিস্তান।