প্লাস্টিক ব্যাটে খেলা থেকে বিশ্বকাপের স্কোয়াডে ডাক, নতুন নজির আসামের উমার
প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

৩০ সেপ্টেম্বর থেকে শুরু মেয়েদের ODI বিশ্বকাপ। এই বছর ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে এই টুর্নামেন্টের। ঘরের মাঠে ট্রফি জয়ের লক্ষ্যে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারত। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা রয়েছেন। চোট সারিয়ে ফিরেছেন রেনুকা সিংও। তবে শেষ মুহূর্তে এল বড় চমক। স্কোয়াডে থাকলেও চোটের কারণে সংশয় ছিল ইয়াস্তিকা ভাটিয়ার খেলা নিয়ে। শেষ পর্যন্ত ছিটকে গেলেন তিনি। তাঁর জায়গায় দলে এলেন আসামের ২৩ বছর বয়সি ক্রিকেটার উমা ছেত্রী। আসাম এবং উত্তর-পূর্ব ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে নজির গড়লেন তিনি।
কেন চর্চায় উমা ছেত্রী?
শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ায় চর্চায় উঠে এসেছেন উমা। এর আগে উত্তর-পূর্ব ভারত বা আসাম থেকে কোনও মহিলা ক্রিকেটার সুযোগ পাননি বিশ্বকাপ খেলার। তাই নজির গড়েছেন এই তরুণী।
বিশ্বকাপের আগে ভারতীয় দলের হয়ে প্রস্তুতি ম্যাচেও অংশ নেবেন তিনি। তার আগে অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে তিন ম্যাচের ODI সিরিজ়েও খেলবেন। সব ঠিক থাকলে, আসন্ন বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে দেখা যেতে চলেছে উমাকে।
From the small city of Assam to the lights of the World Cup – Uma Chetry is proving that dreams know no boundaries! 🏏
Assam’s very own wicketkeeper-batter Uma Chetry has been named as a replacement for Yastika Bhatia in Team India’s squad…
1/3 pic.twitter.com/zv8TOmJDYP
কে এই উমা?
আসামের গোলাঘাট জেলার বাসিন্দা উমা। ছোটবেলায় বাড়ির কাছে রাস্তায় বড়দের দেখে ক্রিকেট খেলার আগ্রহ জন্মায়। মায়ের কিনে দেওয়া প্লাস্টিকের ব্যাট দিয়ে তিন বছর বয়সে শুরু হয় সফর। তবে ভারতীয় দলে জায়গা পাওয়ার যাত্রাটা মোটেও ছিল না সুখের। বাবা লোক বাহাদুর ছিলেন একজন কৃষক। তবে এত অভাবের মধ্যেও উমকে ক্রমাগত ভরসা দিয়ে গিয়েছেন তাঁর মা দীপা।
🚨 NEWS 🚨
Uma Chetry named as a replacement for Yastika Bhatia in #TeamIndia ’s squad for the upcoming three-match ODI series against Australia and ICC Women’s Cricket World Cup 2025.
Details 🔽 #WomenInBlue | #CWC25 | #INDvAUS | @IDFCFIRSTBank https://t.co/dD3NBOu2Wp pic.twitter.com/rq8EnNe5EY
ছোটবেলায় স্থানীয় কোচ রাজা রহমান ও মেহবুব আলমের অধীনে নজর কাড়েন তিনি। জায়গা পান আসামের রাজ্য দলে। তবে ২০২৩ সালে ভারতীয় ‘A’ দলের হয়ে ইমার্জিং এশিয়া কাপে নজর কাড়েন তিনি। ওই বছরেই ডাক পান জাতীয় দলে। টি-টোয়েন্টি দলে অভিষেকের জন্য অপেক্ষা করতে হয় ২০২৪ সাল পর্যন্ত।
Delighted to learn that Assam’s daughter & pride of Bokakhat, Uma Chetry, has been selected for the Indian Women’s Cricket Team for the upcoming World Cup & bilateral series against Australia.
Her journey is a true inspiration for Assam’s youth. Wishing her stellar success… pic.twitter.com/8jzWon7tgB
এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলে চার ইনিংসে ৩৭ রান করেছেন উমা। তবে ODI দলে এখনও অভিষেক ঘটেনি। বিশ্বকাপের মতো মঞ্চে তাই স্বপ্নপূরণের অপেক্ষায় রয়েছেন উমা।