Advertisement

পাক প্লেয়ারের সঙ্গে একই টিমে, বিগ ব্যাশ লিগে এই ফ্র্যাঞ্চাইজ়িতে সই অশ্বিনের

এই সময়

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বিগ ব্যাশ লিগে পাক প্লেয়ারের সঙ্গে একই টিমে অশ্বিন,Ei Samay
বিগ ব্যাশ লিগে পাক প্লেয়ারের সঙ্গে একই টিমে অশ্বিন,Ei Samay

ক্রিকেটপ্রেমীদের চর্চায় এখন এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের বিতর্ক। হ্যান্ডশেক বিতর্ক, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে অভিযোগ, প্রেস মিট বাতিল- সব কিছু নিয়েই চলছে চর্চা। এই নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটাররা সরব হয়েছেন। তেমনই প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও তোপ দেগেছেন। এঁদের মধ্যে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। সেই অশ্বিনকেই এ বার একই টিমে খেলতে দেখা যাবে পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে। বিগ ব্যাশ লিগে অশ্বিন কোন টিমের হয়ে খেলবেন, তা নিয়ে বাড়ছিল জল্পনা। এ বার সেটার অবসান। একাধিক রিপোর্টে প্রকাশ, সিডনি থান্ডার্সের হয়ে খেলতে দেখা যাবে অশ্বিনকে।

অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজ়ির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে এই সপ্তাহের শেষেই ঘোষণা করা হবে, এমনটাই জানা যাচ্ছে। এই প্রথম বিগ ব্যাশ লিগে একজন হাই-প্রোফাইল ভারতীয় ক্রিকেটারকে খেলতে দেখা যাবে। সিডনি থান্ডার্সের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার।

তবে ক্রিকেটপ্রেমীদের চর্চায় অন্য একটি বিষয়ও। এই বছরের শুরুর দিকে পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান যোগ দিয়েছেন সিডনি থান্ডার্স টিমে। তবে বর্তমানে ভারত-পাকিস্তানের তিক্ত পরিস্থিতির বিচারে অশ্বিন ও শাদাবের একই ড্রেসিংরুম শেয়ার নিয়ে চলছে চর্চা।

Shadab Khan and Ravi Ashwin will play together for Sydney Thunder in the BBL. pic.twitter.com/ZPk8wu7eSM

অশ্বিন স্কোয়াডে যোগ দেওয়ায় নিঃসন্দেহে শক্তি বাড়ল স্পিন বিভাগে। তবে বিগ ব্যাশ লিগের বিদেশি প্লেয়ারদের ড্রাফটে নিজের নাম নথিভুক্ত করেননি অশ্বিন। তাই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের থেকে বিশেষ অনুমতি নিতে হবে তাঁকে। ২০২২ সালে এ ভাবেই মার্টিন গাপটিল যোগ দিয়েছিলেন বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন রেনেগেডসে।

তবে গোটা মরশুম জুড়ে খেলবেন না অশ্বিন। আগেই তিনি ILT20-এর অকশনে নিজের নাম নথিভুক্ত করেছিলেন। ওই লিগের কোনও দলে সুযোগ পেলে গোটা মরশুম খেলবেন সেখানে। ২০২৬ সালের ৪ জানুয়ারি শেষ হবে ILT20।

Ravichandran Ashwin

তার পরে বিগ ব্যাশ লিগের দ্বিতীয় পর্বের ম্যাচের শেষ কয়েকটি ম্যাচের জন্য যোগ দেবেন সিডনি থান্ডার্স স্কোয়াডে। উল্লেখ্য, এই পর্বের ম্যাচ চলবে ১৪ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। টিম নক আউট পর্বে গেলে সেই ম্যাচগুলিতেও খেলতে পারবেন। তবে কত টাকায় অশ্বিনকে সই করিয়েছে সিডনি থান্ডার্স, সেটা এখনও জানা যায়নি।

Lading . . .