ফিক্সিংয়ে শাস্তি দিতে বিসিবির আরেকটি কমিটি গঠন
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

সবশেষ বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ আসার পরই স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই কমিটির কাছ থেকে প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর চলতি মাসের প্রথম সপ্তাহে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, বেশ কয়েকজন ক্রিকেটারকে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি খেলতে না দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কী পরিমাণ প্রমাণ আছে কিংবা কতটুকু শাস্তি হওয়া উচিত সেই ব্যাপারগুলো নিশ্চিত করতে আরেকটি কমিটি গঠন করেছে ক্রিকেট বোর্ড।
সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন দ্রুতই জানা যাবে, ‘আমরা একটি তদন্ত রিপোর্ট পেয়েছি। আমাদের যে তদন্ত দল ছিল, একজন বিচারপতি ছিলেন, একজন ব্যারিস্টার ও একজন সাবেক ক্রিকেটার, তারা আমাদের কাছে রিপোর্টের সারাংশ জমা দিয়েছেন। সারাংশে বেশ কিছু জিনিস আছে, যেগুলো আমাদেরকে অনেক চিন্তায় ফেলে দিয়েছে। এটা যথাযথভাবে বাস্তবায়নের জন্য আমরা একটা কমিটি করেছি, কারণ আমরা কেউ বিশেষজ্ঞ নই। খুব শিগগিরই আপনারা জানতে পারবেন।’
নতুন কমিটির রিপোর্ট হাতে পেয়েই অ্যাকশন নিতে চান জানিয়ে বুলবুল বলেন, ‘এখানে সন্দেহ বলে কিছু নেই। একেবারে জমাট প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে নিয়ে কিছু বলা যাবে না। এটার আমি বিশেষজ্ঞও নই। এজন্যই আমরা কমিটি করে দিয়েছি। তারা খুব শিগগিরই একটি রিপোর্ট দেবে, যে রিপোর্টের প্রেক্ষিতে আমরা অ্যাকশনে যেতে পারব।’
তিনি আরও যোগ করেন, ‘প্রমাণ বলতে বোঝাচ্ছি... আমাদের কাছে প্রমাণ কিছু আছে, রিপোর্ট আছে, অনুসন্ধানের ফল আছে কিছু। কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য যে প্রক্রিয়ার দরকার, সেই প্রক্রিয়ায় আমরা আসতে যাচ্ছি। এখানে একটাই আইনি প্রক্রিয়া সম্পৃক্ত যে, কোনো ভুল করা যাবে না।’
এসএইচ/এএল