Advertisement

ভাঙা কাঁধে ব্যাটিং, ম্যাচ হেরেও ‘বাজ়িগর’ ওকস

এই সময়

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

ভাঙা কাঁধ নিয়ে ব্যাটিংয়ে ওকস,Ei Samay,ব্য়াট করতে নামছেন ক্রিস ওকস,সৌজন্যে Hotstar
ভাঙা কাঁধ নিয়ে ব্যাটিংয়ে ওকস,Ei Samay,ব্য়াট করতে নামছেন ক্রিস ওকস,সৌজন্যে Hotstar

শাহরুখ খানের বাজ়িগর সিনেমার জনপ্রিয় ডায়লগ ছিল হারকে জিতনেওয়ালো কো বাজ়িগর কেহেতে হ্যায়। অর্থাৎ, হারলেও বাজ়িগর হওয়া যায়, যদি সেইমতো পারফর্ম করা যায়। এ দিন ওভাল টেস্টে সেই বাজ়িগর হয়ে রইলেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস। বাঁ হাত রাখা স্লিংয়ে, আর ডান হাতে ব্যাট। এক হাত নিয়ে খেলতে নেমে দলের লড়াইকে আরও শক্তিশালী করলেন ক্রিস ওকস। বাঁ কাঁধ ভাঙা নিয়ে খেলতে নেমে একটাও বল ফেস করলেন না, কিন্তু দলের লড়াইয়ে সাহায্য করলেন। গুরুত্বপূর্ণ সময়ে রান নিলেন। দল হারলেও তাই তিনি বাজ়িগর।

খেলার মাঠ লড়াইয়ের কথা বলে। নিজের ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে লড়াই করেন যারা তাঁরাই জিততে পারেন। সেই রকমই একটা লড়াই দেখা গিয়েছিল চতুর্থ টেস্টের সময়ে। ভাঙা পা নিয়ে ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পন্থ। ব্যাট করেছেন, রান নিয়েছেন, হাফ সেঞ্চুরি করেছেন। এ বার সেই ছবিটা দেখা গেল ওভালে। ম্যাচের তৃতীয় দিনে ফিল্ডিং করার সময়ে বাঁ কাঁধে চোট পান ইংল্যান্ড পেসার ক্রিস ওকস। মাঠ ছাড়তে হয়, বলও করতে পারেননি। সেই ক্রিস ওকস এ বার দলের স্বার্থে ব্যাট করতে নামলেন।

Chris Woakes injury

ওভাল টেস্টের শেষ দিন। ইংল্যান্ডের রান যখন ৩৫৭, সেই সময়ে আউট হন জশ টাং। জয়ের জন্য তাদের দরকার ছিল ১৭ রান। দেখা যায়, রেডি হয়ে ব্যাট করতে নামছেন ক্রিস ওকস। বাঁ হাত জার্সির ভিতরে, জার্সির উপরে পরা সোয়েটার। স্লিংয়ের সাহায্যে হাত আটকে রেখেছেন। আর ডান হাতে ব্যাট। ক্রিস ওকসকে খেলতে নামতে দেখে দুই দলের সমর্থকরা হাততালি দেন। সেই সময়ে ওকস ব্যাট করতে না নামলে শেষ হতো ইনিংস। কিন্তু তিনি ঝুঁকি নিয়ে ব্যাট করতে নামলেন।

Chris Woakes Injury

একটিও বল না খেললেও নন স্ট্রাইকার এন্ড থেকে গাস অ্যাটকিনসনকে ভরসা জোগালেন। ওভারের শেষ বলে রান নিয়ে অ্যাটকিনসনকে স্ট্রাইক যেমন দিলেন, তেমনই টানা ভরসা জুগিয়ে গেলেন। তিনি ছিলেন বলেই শেষে আরও কিছু রান করতে পারে ইংল্যান্ড। যদিও জিতে ফিরতে পারেনি থ্রি লায়ন্সরা। ৬ উইকেটে ম্যাচ জিতে ২-২ এ সিরিজ় শেষ করল ভারত।

Lading . . .