Advertisement

বড় হারে ষষ্ঠ হয়ে এশিয়া কাপ হকি শেষ করল বাংলাদেশ

ডেইলি স্টার

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

ছবি: এশিয়ান হকি ফেডারেশন
ছবি: এশিয়ান হকি ফেডারেশন

ষষ্ঠ স্থান অর্জন করে ২০২৫ সালের এশিয়া কাপ হকি শেষ করেছে বাংলাদেশ দল। রোববার ভারতের বিহারে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে তারা জাপানের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছে। এই আসরে এটি তাদের সবচেয়ে বড় ব্যবধানের হার।

এই হারের ফলে বাংলাদেশকে এখন কঠিন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আগামী বছরের হকি বিশ্বকাপে সুযোগ পাওয়ার জন্য বাছাইপর্বে অংশ নিতে পাকিস্তানের বিপক্ষে 'বেস্ট অব থ্রি ম্যাচ সিরিজ' খেলতে হবে বাংলাদেশকে।

নিরাপত্তাজনিত কারণে ভারত সফর করতে অস্বীকৃতি জানিয়ে এবারের এশিয়া কাপে খেলেনি তিনবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। তাদের পরিবর্তে অংশ নেয় বাংলাদেশ।

একটি সূত্র জানিয়েছে, সিরিজটি আগামী অক্টোবর মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে পারে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি।

এশিয়া কাপের মঞ্চে আগে কখনও জাপানের মুখোমুখি হয়নি বাংলাদেশ। তাদের কাছে ২০২১ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫-০ এবং ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসে ৭-২ গোলে হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা।

এদিন জাপানের রিওসুকে শিনোহারা হ্যাটট্রিক করেন। তার নৈপুণ্যে দলটি পঞ্চম স্থান দখল করে এশিয়া কাপ শেষ করেছে।

ম্যাচের প্রথম, তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে দুটি করে গোল হজম করে বাংলদেশ। শেষদিকে প্রায় পাঁচ মিনিট বাকি থাকতে মশিউর রহমান বিপ্লবের শিষ্যরা একটি গোল শোধ করে। বাংলাদেশের হয়ে জাল কাঁপান আমিরুল ইসলাম।

এবারের এশিয়া কাপে মোট পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে তিনটিতে হেরেছে তারা (মালয়েশিয়ার বিপক্ষে ৪-১, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-১ ও জাপানের বিপক্ষে ৬-১)। জিতেছে দুটি ম্যাচে (চাইনিজ তাইপের বিপক্ষে ৮-২ ও কাজাখস্তানের বিপক্ষে ৫-১)।

টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপে ষষ্ঠ স্থানে পেয়ে বাংলাদেশ তাদের আগের পারফরম্যান্সের ধারাবাহিকতাই বজায় রাখল। তবে উল্লেখযোগ্য যে, পাকিস্তানের পাশাপাশি ওমান এবারের আসরে অংশ নেয়নি।

Lading . . .