Advertisement

‘ক্যাপ্টেন হয়েও গুরুত্ব পাইনি…’, KKR ছাড়া নিয়ে বিস্ফোরক শ্রেয়স আইয়ার

এই সময়

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

KKR ছাড়া নিয়ে বিস্ফোরক শ্রেয়স আইয়ার,Ei Samay,শ্রেয়স আইয়ার,ANI,
KKR ছাড়া নিয়ে বিস্ফোরক শ্রেয়স আইয়ার,Ei Samay,শ্রেয়স আইয়ার,ANI,

গত মরশুমে IPL-এ দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছিল পাঞ্জাব কিংস। ব্যাটিং এবং ক্যাপ্টেন্সি, দুই ক্ষেত্রেই নতুন দলের হয়ে নজর কেড়েছিলেন শ্রেয়স আইয়ার। অবশ্য ট্রফিজয়ী ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে কেন ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, সেই উত্তর এখনও অজানা ক্রিকেটপ্রেমীদের কাছে। আর এই সিদ্ধান্তের ফলে ভুগতেও হয়েছে KKR-কে। অজিঙ্ক রাহানের নেতৃত্বে গত মরশুমে IPL-এ আট নম্বরে ফিনিশ করেছিল তারা। অবশেষে এই নিয়ে মুখ খুললেন শ্রেয়স আইয়ার নিজেই। জানালেন পাঞ্জাব কিংসে যা পেয়েছেন, KKR-এ কখনওই পেতেন না সেটা। কী নিয়ে এমন দাবি শ্রেয়সের?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন শ্রেয়স। পাঞ্জাব কিংসে যে সম্মান ও স্বাধীনতা পেয়েছেন, সেটা ছিল না KKR-এ, এমনটাই আক্ষেপ তাঁর কথায়। পরোক্ষভাবে KKR টিম ম্যানেজমেন্ট ও গৌতম গম্ভীরকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন শ্রেয়স।

Shreyas Iyer has finally admitted he didn’t play a major role in KKR’s success, so the credit for the 2024 victory rightly goes to Gautam Gambhir. pic.twitter.com/MLW54jlnlJ

তিনি বলেন, ‘ক্যাপ্টেন ও প্লেয়ার হিসেবে দলকে অনেক কিছু দেওয়ার ক্ষমতা আছে। যোগ্য সম্মান পেলে সবকিছুই করতে পারি। পাঞ্জাব কিংসেও সেটাই হয়েছিল। সদ্য ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়ে ফিরেছি তখন, দারুণ ফর্মে ছিলাম। সেই কারণেই আমার মতামতকে গুরুত্ব দিয়েছিল পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজ়ি। কোচ, সাপোর্ট স্টাফ বা প্লেয়ার, ম্যানেজমেন্টের থেকে সব রকম সাহায্য পেয়েছিলাম। মাঠ এবং মাঠের বাইরে অনেক বিষয়েই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ছিল আমার। কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে প্রত্যেকটা মিটিংয়ে আমি স্ট্র্যাটেজি সাজানোয় ভূমিকা নিয়েছি।’

Shreyas Iyer
Shreyas Iyer

কিন্তু কলকাতা নাইট রাইডার্সে ক্যাপ্টেন হলেও তাঁর মতামতকে গুরুত্ব দেওয়া হতো না বলে জানিয়েছেন শ্রেয়স। পাননি যোগ্য সম্মান ও স্বাধীনতাও। তাই বাধ্য হয়েছেন দল ছাড়তে, এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। এই নিয়ে ৩০ বছর বয়সি এই ক্রিকেটার বলেন, ‘আমি প্রতিটা আলোচনায় অংশ নিতাম। কিন্তু মতামত জানালেও গুরুত্ব পেতাম না। তাই এখন যেখানে পৌঁছেছি, তার জন্য নিজেকে কিছু সিদ্ধান্ত নিতেই হতো।’ শ্রেয়সের এমন বক্তব্য নিয়ে এখন জোর চর্চা ক্রিকেটমহলে।

Lading . . .