Advertisement

নতুন লুকে চমক ‘স্লিম’ রোহিতের, ২০২৭ বিশ্বকাপই পাখির চোখ?

এই সময়

প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

নতুন লুকে চমক ‘স্লিম’ রোহিতের,Ei Samay,
নতুন লুকে চমক ‘স্লিম’ রোহিতের,Ei Samay,

টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই। এখন শুধু ODI-তেই ফোকাস ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মার। তবে কেরিয়ারে একাধিকবার ফিটনেস নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। স্থূলকায় চেহারার জন্য পড়তে হয়েছে ট্রোলের মুখে। তবে সমস্ত সমালোচনার জবাব রোহিত দিয়েছেন ব্যাটে। সম্প্রতি ব্রঙ্কো টেস্টেও তিনি উত্তীর্ণ হতে পারবেন কি না, তা নিয়ে চলছিল চর্চা। তবে সেখানেও আটকাননি রোহিত। এ বার চমকে দিলেন নতুন লুকে। প্রায় ২০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন রোহিত। প্রকাশ্যে এসেছে তাঁর ‘স্লিম’ লুক, যা নিয়ে চর্চা ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

কেন চর্চায় রোহিত শর্মা?

জানা গিয়েছে, কয়েক মাস আগেও রোহিতের ওজন নাকি ছিল ৯৫ কেজি। কিন্তু জিমে ঘাম ঝরানো এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রায় ২০ কেজি ওজন কমিয়েছেন তিনি। এখন তাঁর ওজন ৭৫ কেজি, এমনটাই প্রকাশিত একাধিক রিপোর্টে। ৩৮ বছর বয়সেও ফিট থাকার জন্য রোহিতের এমন দৃঢ়তায় মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। সম্প্রতি বিমানবন্দরে কালো টি-শার্ট ও ট্রাউজ়ারে দেখা গিয়েছে রোহিতকে।

Rohit Sharma in the latest looks! pic.twitter.com/7mD5Ie3iGX

এর পরে মঙ্গলবার প্রকাশ্যে এসেছে আর একটি ছবি। সেখানে জিম শেষে সাদা টুপি ও সাদা টি-শার্টে দেখা গিয়েছে রোহিতকে। দেখেই বোঝা যাচ্ছে, আগের চেয়ে অনেকটাই মেদ ঝরিয়ে ফেলেছেন রোহিত।

Rohit Sharma looking ‘SLIM’ and ‘SLICK’ in a recent pic from the Centre of Excellence.🔥

Y’all ain’t ready for this version of the Hitman 😮‍💨 pic.twitter.com/yKR5VMkvKg

Rohit Sharma

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ় ও বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ রোহিতের, এমনটাই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। এমনকী, অস্ট্রেলিয়া সফরের আগে ভারতের A দলের হয়েও খেলার কথা বলেছেন রোহিত। এই নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও। তাঁর সঙ্গে নাকি রোহিতের দীর্ঘক্ষণ ধরে কথা হয়েছে। আগামী ODI বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে রয়েছেন রোহিত, এমনটাই জানালেন তিনি।

Rohit Sharma

Lading . . .