প্রথম দিনই মিরপুরের উইকেট দেখেছেন টনি হেমিং
প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫

গেল বছর হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে দেন পিচ কিউরেটর টনি হেমিং। বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বিসিবির চাকরি ছেড়েছিলেন। তবে দ্বিতীয় দফায় আবারও বাংলাদেশে এসেছেন হেমিং।
আগামী দুই বছরের জন্য বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগ দিয়েছেন তিনি। সেই দায়িত্ব বুঝে নিতে আজ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন এই অস্ট্রেলিয়ান কিউরেটর।
মিরপুরে আসার পর প্রথমে একাডেমি মাঠে যান। মাঠ কর্মীদের দেন প্রয়োজনীয় নির্দেশনা। এরপর চলে যান মিরপুরের মূল মাঠে। সেখানে গিয়ে দেখেন উইকেটের অবস্থা।
সবমিলিয়ে প্রথম দিনে ঘুরে ঘুরে সবকিছুই পর্যবেক্ষণ করেছেন হেমিং। মাঠকর্মীদের সঙ্গে স্মৃতি হিসেবে প্রথমদিনেই করেছেন ফটোসেশনও।
টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হিসেবে টনি হেমিংকে নিয়োগ দিয়ে গতকাল বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, 'তিনি বিশ্বের সেরা কিউরেটরদের একজন। গতবার হয়তো বাংলাদেশে তার অভিজ্ঞতা ভালো ছিল না, কিন্তু এবার প্রস্তাব পেয়ে রাজি হয়েছেন।'
এসএইচ/এইচজেএস