Advertisement

দলীপ ট্রফিতে প্রথম ম্যাচেই ব্যর্থ শ্রেয়স-যশস্বী, দুরন্ত সেঞ্চুরিতে স্পটলাইটে ঋতুরাজ-জগদীশন

এই সময়

প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

দুরন্ত সেঞ্চুরিতে স্পটলাইটে ঋতুরাজ-জগদীশন,Ei Samay
দুরন্ত সেঞ্চুরিতে স্পটলাইটে ঋতুরাজ-জগদীশন,Ei Samay

নেই শুবমান গিল, তিলক বর্মা, কুলদীপ যাদবদের মতো তারকা ক্রিকেটাররা। এশিয়া কাপের জন্য জাতীয় দলে সুযোগ পাওয়ায় খেলছেন না দলীপ ট্রফিতে। তবুও দলীপ ট্রফির সেমিফাইনালের দিকে নজর ছিল ক্রিকেটপ্রেমীদের। কারণ, এশিয়া কাপের দলে যে ক্রিকেটার জায়গা না পাওয়ায় সবচেয়ে বেশি চর্চা চলছিল, সেই শ্রেয়স আইয়ার নেমেছিলেন আজ। ঋতুরাজ গায়কোয়াড়, দেবদত্ত পাডিক্কলরাও জাতীয় দলে কামব্যাকের জন্য বেছে নিয়েছিলেন এই টুর্নামেন্টকে। কিন্তু প্রথম ইনিংসে ব্যর্থ হলেন শ্রেয়স। দুরন্ত সেঞ্চুরিতে নজর কাড়লেন ঋতুরাজ গায়কোয়াড় ও নারায়ন জগদীশন। বড় রান পেলেন দেবদত্তও।

উত্তরাঞ্চল বনাম দক্ষিণাঞ্চল

দলীপ ট্রফির সেমিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নর্থ জ়োনের ক্যাপ্টেন অঙ্কিত কুমার। কিন্তু অংশুল কম্বোজ, আকিব নবিদের বিরুদ্ধে বড় রান তোলার পথে দক্ষিণাঞ্চল। সৌজন্যে প্রথম তিন ব্যাটারের পারফরম্যান্স। ওপেনে নেমে ১০৩ রানের জুটি গড়েন তন্ময় আগরওয়াল ও নারায়ন জগদীশন। ৪৩ রানে ফেরেন তন্ময়।

Narayan Jagadeesan has quietly built a reputation as one of the most consistent performers in the domestic circuit. His last 3 Ranji season returns:

2022-23 : 534 runs @ 48.5 avg
2023-24 : 816 runs @ 74 avg
2024-25 : 674 runs @ 56 avg

Carrying that form forward, He has now… pic.twitter.com/RVdBUawloY

এর পরে হাল ধরেন জগদীশন ও দেবদত্ত পাডিক্কল। ১২৮ রানের জুটি গড়েন। ৭১ বলে ৫৭ রনে ফেরেন দেবদূত। তবে সেঞ্চুরি হাতছাড়া করেননি জগদীশন। ২৬০ বলে ১৪৮ রানে অপরাজিত তিনি। এখনও পর্যন্ত মেরেছেন ১৩টি চার ও ২টি ছক্কা। দিন শেষে সাউথ জ়োনের স্কোর ৩ উইকেটে ২৯৭।

The man on fire is our man Rutu! 🔥💯 #DuleepTrophy #WhistlePodu pic.twitter.com/4ftz8zYSZi

ব্যর্থ শ্রেয়স, উজ্জ্বল ঋতুরাজ

অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট জ়োনের ক্যাপ্টেন শার্দূল ঠাকুর। শুরুতেই ৩ বলে ৪ যশস্বী জয়সওয়াল আউট হন। ব্যর্থ শ্রেয়স আইয়ারও। ২৮ বলে ২৫ রান করে ফেরেন তিনি।

BACK-TO-BACK TON!💯
Rutu 🔛 🔥 #DuleepTrophy pic.twitter.com/uFxxhyVdPI

তবে জাতীয় দলে ফেরার জন্য এই মঞ্চকে কাজে লাগালেন ঋতুরাজ গায়কোয়াড়। ২০৬ বলে ১৮৪ রানের ঝকঝকে ইনিংস খেললেন। তাঁর এই ইনিংসে রয়েছে ২৫টি চার ও একটি ছক্কা।

শেষদিকে তনুশ কোটিয়ান অপরাজিত রয়েছেন ১২১ বলে ৬৫ রানে। ক্যাপ্টেন শার্দূল ঠাকুর অপরাজিত রয়েছেন ২৪ রানে। দিন শেষে পশ্চিমাঞ্চলের স্কোর ৬ উইকেটে ৩৬৩।

Lading . . .