Advertisement

ভারী রোলারেই বাড়তি সুবিধা? স্ট্র্যাটেজিতে ভারতকে টেক্কা ইংল্যান্ডের

এই সময়

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

স্ট্র্যাটেজিতে ভারতকে টেক্কা ইংল্যান্ডের,Ei Samay
স্ট্র্যাটেজিতে ভারতকে টেক্কা ইংল্যান্ডের,Ei Samay

চলতি সিরিজ়ে লিডসে চতুর্থ ইনিংসে ৩৭১ রান তাড়া করে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। ওভালেও জয়ের জন্য ইংল্যান্ডকে ৩৭৪ রানের টার্গেট দিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু মেঘলা আবহাওয়াতেও সে ভাবে দাপট দেখাতে পারেননি ভারতের পেসাররা। সহজেই ব্যাটিং করেছেন বেন ডাকেট, হ্যারি ব্রুকরা। শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের প্রয়োজন ৪ উইকেট।

প্রথম সেশনে ভারতীয় বোলাররা দ্রুত উইকেট তুলে নিতে পারলে চাপ বাড়বে ইংল্যান্ডের উপরে। কিন্তু এ ক্ষেত্রে বিশেষ স্ট্র্যাটেজিতে বাড়তি সুবিধা পেতে পারে ইংল্যান্ড। ব্যাটারদের কথা ভেবে ভারী রোলারের ব্যবহার করতে পারে তারা। ঘটনাটা কী?

কেন ভারী রোলার ব্যবহার করে বাড়তি সুবিধা পেতে পারে ইংল্যান্ড?

ICC-র নিয়ম অনুযায়ী ব্যাটিং করছে যে দল, তাঁদের ক্যাপ্টেনের অনুরোধে পিচে রোলার ব্যবহার করা যেতে পারে। ইনিংসের শুরুতে এবং প্রতিদিনের খেলা শুরুর আগে এই রোলার ব্যবহার করা যায়।

খেলা শুরুর আধ ঘণ্টার আগে রোলার চালানো যায়না পিচে, তবে ক্যাপ্টেনের অনুরোধে সেটা পিছিয়ে দেওয়া যায়। কিন্তু খেলা শুরুর অন্তত ১০ মিনিট আগে রোলিংয়ের কাজ মিটিয়ে ফেলতে হবে এমনটাই বলা আছে নিয়মে।

তবে বেশি গুরুত্বপূর্ণ হলো কোন ধরনের রোলার ব্যবহার করা হচ্ছে সেটা।

heavy roller and light roller both being used at the same time 👏👏 pic.twitter.com/Dpy5cdJiog

টানা বোলিং এবং বোলারদের ফুটমার্কের ফলে তৈরি হওয়া পিচে তৈরি হয় ক্ষত। ভারী রোলার ব্যবহার করলে সেটা কমানো যায় এবং ফ্ল্যাট পিচ তৈরি হয় সাময়িক ভাবে। এর ফলে ব্যাটিংয়ে সুবিধা হয় ক্রিকেটারদের। চতুর্থ দিনের শুরুতেও এই স্ট্র্যাটেজি ব্যবহার করে সফল হয়েছিল ইংল্যান্ড। সহজে শট খেলেছেন ব্যাটাররা। পঞ্চম দিনেও ইংল্যান্ড সেই পথে হাঁটলে চ্যালেঞ্জ বাড়বে ভারতের।

I am glad there are people other than me asking why the covers couldn't have come off in time to allow us to witness an extraordinary climax. Now we come back tomorrow but the heavy roller can be used and that can be a game-changer.

তবে ম্যাচে ভারী রোলারের ব্যবহার করতে দেখা যায়নি ভারতকে। প্রথম ইনিংসেও বোলারদের কথা ভেবে পিচের ক্ষত অটুট রাখার জন্য দ্বিতীয় দিনের শুরুতে হালকা রোলার ব্যবহার করে তারা। তবে সেই স্ট্র্যাটেজি কার্যকরী হয়নি।

এই নিয়ে জো রুট জানান, গোটা ম্যাচ জুড়েই বড় ভূমিকা নিয়েছে রোলার। পঞ্চম দিনেও ব্যাটাররা সুবিধা পাবেন ভারী রোলার ব্যবহার করলে। ধারাভাষ্যকর হর্ষ ভোগলেও নিজের এক্স হ্যান্ডলে বিষয়টা নিয়ে পোস্ট করেছেন।

Lading . . .