ঋষভের থেকে অনুপ্রাণিত, কাঁধে চোট নিয়েও খেলতে প্রস্তুত ওকস
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

ওভাল টেস্টে কার্যত চালকের আসনে ইংল্যান্ড। ম্যাচে তাঁদের জয় কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শেষ দিনে আসতে পারে টুইস্ট। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের দরকার ৪ উইকেট। প্রথম ইনিংসে ৯ উইকেট পতনের পরেই শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ডের ইনিংস। চোটের জন্য ব্যাট করতে নামেননি ক্রিস ওকস।
কিন্তু দ্বিতীয় ইনিংসে লড়াইটা আরও কঠিন হতে পারে ভারতের জন্য। কারণ, তীব্র যন্ত্রণা নিয়েও দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নামতে রাজি ওকস। ঠিক যে ভাবে ভাঙা আঙুল নিয়ে তৃতীয় টেস্টে এবং ভাঙা পা নিয়ে চতুর্থ টেস্টে ব্যাটিং করেছিলেন ঋষভ পন্থ। তাঁর থেকে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত? ফাঁস করলেন সতীর্থ জো রুট।
ক্রিস ওকসকে নিয়ে কী বললেন রুট?
চতুর্থ দিনে টি-ব্রেকের পরেই জ্যাকব বেথেল ও জো রুটের উইকেট তুলে নেয় ভারত। জেমি স্মিথ এবং জেমি ওভার্টন রয়েছেন ক্রিজ়ে। তবে প্রয়োজনে ওকসও নামবেন ব্যাটিংয়ে, সাংবাদিক সম্মেলনে এমনটাই জানাবেন রুট।
VIDEO | England’s talismanic batter Joe Root said Chris Woakes is ready to play through pain for the team's cause. He said:
"You probably saw him in his whites in the dressing room — he's all in, like the rest of us. It's been that kind of series where guys have had to put their… pic.twitter.com/3jUaxba14l
তিনি বলেন, ‘অবশ্যই খুবই যন্ত্রণার মধ্যে রয়েছে ক্রিস। তবে এই সিরিজ়ে অন্য অনেক প্লেয়াররাও চোট নিয়ে, ভাঙা পা নিয়ে খেলেছেন। বহুবার একাধিক জায়গায় চোট পেয়েছেন ক্রিকেটাররা। কিন্তু হার মানতে নারাজ ওকস। দলের প্রয়োজনে শারীরিক অবস্থার কথা তোয়াক্কা না করে ব্যাটিংয়ে নামতে প্রস্তুত ক্রিস। হয়তো ওঁকে নামতে হবে না। যদি নামতেও হয়, তা হলে আশা করব যেন দলকে জিতিয়ে ড্রেসিংরুমে ফেরে।’
Chris Woakes stands ready to bat with a dislocated shoulder and “put his body on the line” for England 🤯 #ENGvIND pic.twitter.com/YyEdubNbYf
কী ভাবে চোট পেয়েছিলেন ওকস?
ম্যাচের প্রথম দিনেই চোট পেয়েছিলেন ইংল্যান্ডের এই পেসার। বাউন্ডারি লাইনের ধারে ডাইভ মারতে গিয়ে কাঁধে চোট পান। তবে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগেই দেখা গিয়েছিল ইংল্যান্ডের ড্রেসিংরুমে হাঁটাচলা করছেন তিনি। প্রস্তুতি নিচ্ছিলেন ব্যাটিংয়ে নামার।