Advertisement

কোহলি-সূর্যদের সঙ্গে এলিট লিস্টে, ICC র‍্যাঙ্কিংয়ে নয়া নজির অভিষেকের

এই সময়

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

অভিষেক শর্মা,Ei Samay
অভিষেক শর্মা,Ei Samay

কেন টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে এক নম্বর ক্রিকেটার তিনি, সেটা বারবার প্রমাণ করছেন অভিষেক শর্মা। এশিয়া কাপে দারুণ ফর্মে রয়েছেন। প্রতিটা ম্যাচেই ওপেনে নেমে ঝোড়ো ইনিংস খেলেছেন। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে এসেছে হাফ সেঞ্চুরি। একের পর এক ভালো ইনিংস খেলার পুরস্কার পেলেন এ বার। টি-টোয়েন্টি ফরম্যাটে ICC র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষে নিজের জায়গা ধরে রাখলেন অভিষেক। নতুন নজির গড়ে বিরাট কোহলি, সূর্যকুমার যাদবদের সঙ্গে এক বিশেষ তালিকাতেও নাম জুড়ল তাঁর। কোন নজির গড়লেন তিনি?

বুধবার ICC-র প্রকাশিত নতুন র‍্যাঙ্কিং তালিকা অনুযায়ী টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অভিষেক। তবে তাঁর রেটিং পয়েন্টে উন্নতি ঘটেছে। এই মুহূর্তে অভিষেকের সংগ্রহ ৯০৭ পয়েন্ট। মাত্র ২৫ বছর বয়সেই ৯০০-এর বেশি রেটিং পয়েন্ট পাওয়ার তালিকায় নাম জুড়ল অভিষেকের। তাঁর আগে মাত্র ৫ জন ক্রিকেটার এই নজির গড়েছিলেন।

🚨 ABHISHEK SHARMA TOPS THE ICC T20I RANKING WITH 907 RATINGS. 🚨 pic.twitter.com/xtWwqCdQ0I

ভারতীয়দের মধ্যে এই তালিকায় শীর্ষে ছিলেন সূর্যকুমার যাদব। ২০২৩ সালে ৯১২ পয়েন্টে পৌঁছেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন বিরাট কোহলি। ৯০৯ পয়েন্ট পেয়েছিলেন তিনি। এ বার সেই তালিকায় জায়গা করে নিলেন অভিষেক শর্মা।

Abhishek Sharma has achieved his Career Best T20I Ratings - 907 🎖️ making him the 3rd highest T20I Indian Batter ever! #AbhishekSharma #SRH #Orangearmy #AsiaCup pic.twitter.com/X7g43VD5yq

এই নজির গড়া আর তিন ক্রিকেটার হলেন বাবর আজ়ম, দাভিদ মালান ও অ্যারন ফিঞ্চ। ICC র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষে জায়গা ধরে রেখেছেন বরুণ চক্রবর্তীও। তবে নজরকাড়া উন্নতি করেছেন পাকিস্তানের আবরার আহমেদ। ১২ ধাপ উঠে চারে রয়েছেন এই স্পিনার।

Abhishek sharma Now crossed 900 points and reached his career best 907 points

Now he enters into Top 4 of all time T20i Rankings pic.twitter.com/PFqYyHlK2Q

অভিষেক শর্মার সাম্প্রতিক ফর্ম

এই মুহূর্তে এশিয়া কাপে সর্বোচ্চ রানস্কোরার তিনি। ৪ ম্যাচে করেছেন ১৭৩ রান। স্ট্রাইক রেট ২০৮.৪৩। এর মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে করেছেন ৩৯ বলে ৭৪ রান। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধেও এই ফর্ম ধরে রাখবেন তিনি, এমনটাই আশা করছেন ভক্তরা।

Lading . . .