‘ও নিজেকে সেরা প্রমাণ করতে চায়’, সতীর্থকে নিয়ে জন্মদিনে বিস্ফোরক শুবমান
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

২৬ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেটের নতুন পোস্টার বয় শুবমান গিল। মাত্র ২৫ বছর বয়সে তিনি টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক হয়েছেন। পাশাপাশি তিনি তারও আগে গুজরাট টাইটান্সকে IPL-এ নেতৃত্ব দিয়েছেন। পরিস্থিতি যা তাতে তাঁকে ODI ক্রিকেটের অধিনায়কও করা হতে পারে। ফলে এই বছরের জন্মদিনটা তাঁর কাছে স্পেশাল কারণ এ বার তিনি জাতীয় দলের অধিনায়ক। এ বার জন্মদিনে তিনি একাধিক বিষয় শেয়ার করলেন।
শুবমান গিল ব্যাটিংয়ের বাইরেও একাধিক বিষয় নিয়ে আলোচনায় ছিলেন। যারমধ্যে রয়েছে তাঁর সম্পর্ক, জার্সি নম্বর ও টিমমেটদের সঙ্গে তাঁর সম্পর্ক। স্টার স্পোর্টসকে একটি সাক্ষাৎকারে গিল সেইসব প্রশ্নের উত্তর দিলেন।
কী বললেন শুবমান গিল?
জার্সি নম্বর নিয়ে
‘আমার জার্সি নম্বর ৭৭ এর কারণ হচ্ছে আমি যখন অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলতাম। তখন বিশ্বকাপের সময়ে আমি চেয়েছিলাম সাত নম্বর জার্সি। কিন্তু সেই সময় সেটা ছিল না। আমি তাই ৭৭ বেছে নিই।’
নিজের প্রিয় কারা?
‘আমার ক্রিকেটিং আইডল হচ্ছেন সচিন তেন্ডুলকর। বর্তমানে আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। আমি প্রিয় বন্ধু ঈশান কিষান।’
ঈশান কিষানের সঙ্গে শুবমান গিলের একাধিক মজার ঘটনা রয়েছে। এক বার গিল জানিয়েছিলেন, দেশের হয়ে খেলার সময়ে তিনি ও ঈশান রুম শেয়ার করতেন। সেই সময় ঈশান তাঁকে খুব বিরক্ত করতেন। জোরে আওয়াজ দিয়ে সিনেমা দেখলেন দেখতেন ঈশান, সেটাতে বিরক্ত হতেন তিনি। IPL-এর সময়ে দুই প্লেয়ারকে খুনসুটি করতেও দেখা যায়।
জশপ্রীত বুমরার সঙ্গে লড়াই
গিল জানান, তিনি সবচেয়ে বেশি লড়াই উপভোগ করেন জশপ্রীত বুমরার সঙ্গে। IPL-এ দুই তারকাই আলাদা দলে খেলেন। জাতীয় দলে নেটে খেলেন একে অন্যকে। গিল বলেন, ‘আমি বুমরাকে ফেস করতে ভালোবাসি। বুমরা কখনই ব্যাটারদের জায়গা ছাড়ে না। বারবার নিজেকে সেরা প্রমাণ করতে চায়, আমি তাই ওর বিরুদ্ধে খেলতে ভালোবাসি।’
শুবমান গিলের ডাক নাম
ভারতের প্রত্যেক প্লেয়ারের ডাক নাম রয়েছে। অতীত থেকে বর্তমান, ছবিটা বদলায়নি। গিলও বাদ যাননি। তাঁর ডাক নাম কাকা। পাঞ্জাবিতে যার অর্থ, বেবি। বলেন, ‘আমার ডাক নাম কাকা। এই নামে আমাকে ডাকেন আমার বাবা। সেটাই টিম ইন্ডিয়ায় ছড়িয়েছে।’
শুবমান গিলের আন্তর্জাতিক কেরিয়ার
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে শুবমান ৩৭টা টেস্ট খেলেছেন। করেছেন ২৬৪৭ রান। ৫৫টা ODI খেলে করেছেন ২৭৭৫ রান। ২১টা টি-টোয়েন্টি খেলে তিনি ৫৭৮ রান করেছেন। এই ভালো পারফরম্যান্সের জন্য তিনি বর্তমানে টেস্ট দলের অধিনায়ক এবং এশিয়া কাপে সূর্যকুমার যাদবের ডেপুটি তিনি।