SonyLIV ভুলে যান, বিনামূল্যে দেখুন ভারত-বাংলাদেশ ম্যাচ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫
ফাইনাল কনফার্ম করতে ভারতের সামনে আর একটা ম্যাচ। বাংলাদেশকে হারাতে পারলেই সুপার ফোর থেকে ফাইনালে প্রবেশ করবে। পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের থেকে ভারত শত যোজন এগিয়ে। তবে বাংলাদেশকে হাল্কাভাবে নিতে রাজি নয় টিম ইন্ডিয়া, কারণ বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম। অন্যদিকে ভারত এখনও এশিয়া কাপে অপ্রতিরোধ্য। ব্যাটিংয়ে অভিষেক শর্মা ও শুবমান গিলের ওপেনিং জুটি বিপক্ষের ঘুম উড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে ম্যাচটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সমর্থকরা তৈরি ম্যাচ দেখতে।
এ বার এশিয়া কাপের ম্যাচ সম্প্রচার করা হচ্ছে সোনি টেন নেটওয়ার্কে। অনলাইনে SonyLIV অ্যাপ ও ওয়েবসাইটে দেখানো হচ্ছে ম্যাচ। তবে SonyLIV-এর সাবস্ক্রিপশনের দামে সকলের চোখ কপালে উঠেছে। এ বার আর চিন্তা নেই। বিনামূল্যে দেখতে পাবেন ম্যাচ। দেখে নিন বিস্তারিত-
ভারত বনাম বাংলাদেশ ম্যাচ কবে খেলা হবে?
২৪ সেপ্টেম্বর, অর্থাৎ আজ ম্যাচটা খেলা হবে।
ম্যাচটি কোথায় খেলা হবে?
এই ম্যাচটি দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
কখন শুরু হবে ভারত-বাংলাদেশ ম্যাচ?
ভারত বনাম বাংলাদেশের মধ্যে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত আটটায়। সাড়ে আটটায় টস হবে।
एशिया कप 2025 🔥
सुपर-4 की भिड़ंत में बांग्लादेश को हराने के लिए तैयार है टीम इंडिया! 🇮🇳💥
🕗 रात 8 बजे
📍 दुबई इंटरनेशनल क्रिकेट स्टेडियम
✨ लाइव देखिए सिर्फ़ DD Sports (DD Free Dish) पर। 📺 #AsiaCup2025 #INDvBAN #TeamIndia @BCCI pic.twitter.com/hZYkKtTggg
কোথায় দেখা যাবে ম্যাচ?
ম্যাচটি টিভিতে সোনি টেন নেটওয়ার্কে দেখা যাবে। এছাড়াও SonyLIV অ্যাপ ও ওয়েবসাইটে ম্যাচটা দেখা যাবে। তবে SonyLIV ছাড়াও অন্য অ্যাপেও দেখা যাবে। FanCode অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে। তবে সোনি ও FanCode-এ ম্যাচটা দেখতে গেলে টাকা খরচ করতে হবে।
আপনি কোথায় বিনামূল্যে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ দেখতে পাবেন?
DD স্পোর্টসে বিনামূল্যে ভারত ও বাংলাদেশ ম্যাচ দেখা যাবে। তবে এটার জন্য DD ফ্রি ডিশের সাবস্ক্রিপশন থাকতে হবে।