Advertisement

স্পনসর সরতেই দামে পতন, জলের দরে বিকোচ্ছে টিম ইন্ডিয়ার অফিসিয়াল জার্সি

এই সময়

প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

ভারতীয় ক্রিকেট টিম,ANI,,Ei Samay
ভারতীয় ক্রিকেট টিম,ANI,,Ei Samay

দীর্ঘদিনের স্পনসর Dream11-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই এশিয়া কাপে ভারতীয় দলের জার্সিতে থাকবে না স্পনসরের লোগো। মাঝপথেই চুক্তি ছিন্ন করতে বাধ্য হওয়ায় ওই সংস্থার থেকে কোনও ক্ষতিপূরণও চাইতে পারেনি BCCI। এ বার আগামী তিন বছরের জন্য ৪৫০ কোটির স্পনসরের খোঁজে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। তবে এর মাঝেই প্রকাশ্যে এল এক খবর যাতে খুশি হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এক ধাক্কায় অনেকটা কমে গেল ভারতীয় দলের অফিসিয়াল জার্সির দাম।

টিম ইন্ডিয়ার জার্সি প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস। তাই এশিয়া কাপের আগে ড্রিম ইলেভেনের লোগো থাকা টি-টোয়েন্টি জার্সিতে বিপুল ছাড় দিল তারা। মূলত স্টক ক্লিয়ার করতে এই ছাড়, কারণ Dream11 লেখা জার্সি এখন গুরুত্বহীন।

কত টাকায় পাওয়া যাচ্ছে ভারতের জার্সি?

অ্যাডিডাসের ওয়েবসাইটে গিয়ে ক্রিকেট সেকশনে পাওয়া যাচ্ছে ভারতের জার্সি। সেখানে দেখা গিয়েছে স্টক ক্লিয়ারেন্সের জন্য ৮০ শতাংশ ছাড় দিয়েছে তারা। আগে এই ‘FW24 India Cricket T20 International Jersey’-র দাম ছিল ৫৯৯৯ টাকা। ছাড় দেওয়ার পরে সেই জার্সি এখন পাওয়া যাচ্ছে ১১৯৯ টাকায়। অর্থাৎ ৮০% ছাড় দেওয়ায় এক ধাক্কায় দাম কমেছে ৪৮০০ টাকা। এই লিঙ্কে ক্লিক করে কিনতে পারেন ভারতের জার্সি।

Team India Jersey

মেয়েদের টেস্ট টিমের জার্সিতেও ছাড় দেওয়া হয়েছে, সেটাও পাওয়া যাচ্ছে ১১৯৯ টাকায় । ভারতীয় ক্রিকেট টিমের আরও অনেক জার্সির উপরেই ৬০ থেকে ৮০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে অ্যাডিডাসের পক্ষ থেকে। ফ্যান ভার্সন বা রেপ্লিকা জার্সি পাওয়া যাচ্ছে মাত্র ৩০০ টাকায়। এই লিঙ্কে ক্লিক করে কিনে নিতে পারবেন সেই জার্সি।

Team India Jersey

এই খবর প্রকাশ্যে আসার পরেই চর্চা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আগে ক্রিকেটপ্রেমীদের একাংশের সাধ্যের বাইরে ছিল এই জার্সির দাম। তাই সাধ থাকলেও কিনতে পারতেন না অফিসিয়াল জার্সি। এ বার দাম কমায় খুশি হয়েছেন তাঁরা।

Team India Jersey

Lading . . .