Advertisement

ক্রিকেট সমর্থকদের মাথায় হাত, বাড়তে চলেছে টিকিটের দাম

এই সময়

প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

কতটা বাড়বে দাম?,গ্রাফিক্স: রুশিতা বোস দত্ত,সমস্যায় সমর্থকরা,ছবি: ANI,
কতটা বাড়বে দাম?,গ্রাফিক্স: রুশিতা বোস দত্ত,সমস্যায় সমর্থকরা,ছবি: ANI,

৩ সেপ্টেম্বর নতুন GST কাঠামোর ঘোষণা করেছে ভারত সরকার। নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে জীবন বিমা সবেতে GST কাটছাঁট করায় হাসি ফুটেছে সাধারণ মানুষের মুখে। কিন্তু খেলায় এই GST-র খারাপ প্রভাব পড়েছে। বাড়তে চলেছে টিকিটের দাম। তবে এখানে রয়েছে একটা ছোট্ট হিসেব।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, পান মশলা, তামাকজাত দ্রব্য, সিগারেট, বিলাসবহুল গাড়ি, বাইক, প্রমোদতরী, ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য বিমান, লাক্সারি ইভেন্টের উপর ৪০ শতাংশ GST বসানো হলো। আর এটার পরেই জল্পনা শুরু হয়েছে ক্রিকেট ম্যাচের টিকিটও কি এরমধ্যে পড়বে?

GST Rate

কী প্রভাব পড়বে ক্রিকেট সহ বাকি খেলার টিকিটের দামে?

IPL-কে দেখা হয় লাক্সারি ইভেন্ট হিসেবে। অন্যদিকে ISL বা আইলিগ, রঞ্জি ট্রফির মতো ইভেন্টকে লাক্সারি ইভেন্ট হিসেবে দেখা হয় না। এটাই খেলার টিকিটের দামে পার্থক্য তৈরি করে দিল।

নতুন GST কাঠামো অনুযায়ী, IPL-এর টিকিটের উপর এ বার থেকে চাপবে ৪০% GST. এতদিন সেটা ছিল ২৮%। যার অর্থ, ৫০০ টাকার টিকিট এ বার বেড়ে হবে ৭০০ টাকা। এতদিন ছিল ৬৪০ টাকা। এক হাজার টাকার টিকিট বেড়ে হবে ১৪০০ টাকা। এত দিন ছিল ১২৮০ টাকা। এমনিতেই ২০২৫ সালের IPL-এর টিকিটের দাম বাড়িয়েছিল প্রায় প্রতিটা ফ্র্যাঞ্চাইজ়ি। যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন সমর্থকরা। এতদিন ২৮% GST থাকায়ও সেই টিকিট ছিল একাধিক সমর্থকের নাগালের বাইরে। সেটা ৪০% হওয়ায় আরও বাড়ল অঙ্কটা।

GST Rate

এই টিকিটের দামের সঙ্গে শুধু GST যোগ হয় না। অনলাইনে টিকিট কাটলে প্ল্যাটফর্ম ফি, পেমেন্ট গেটওয়ে ফি যোগ হয়। ফলে ১০০০ টাকার টিকিট ১৪০০ হবে না, আরও বেশি হবে।

একই ছবি কবাডির ফ্র্যাঞ্চাইজ়ি লিগ প্রো কবাডি লিগের ক্ষেত্রেও। IPL-এর মতো এটিকেও লাক্সারি ইভেন্ট হিসেবে দেখা হয়। ফলে সেটিরও দাম বাড়বে।

ipl ticket price

তবে বেশি প্রভাব পড়বে IPL-এ। কারণ ২০০৮ সালে শুরু হওয়ার পর থেকে IPL প্রবল জনপ্রিয় হয়েছে। কিন্তু জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টিকিটের দামও। এর ফলে হাতে গোনা কয়েকটা ম্যাচ বাদে বাকি ম্যাচগুলোতে সেভাবে ভিড় হতো না স্টেডিয়ামে। এ বার GST বাড়ায় আরও স্টেডিয়াম খালি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ipl ticket price

দর্শক আনার চাবিকাঠি ফ্র্যাঞ্চাইজ়িগুলোর হাতে

তবে GST বাড়ায় সমর্থকদের কাছে ত্রাতা হতে পারে ফ্র্যাঞ্চাইজ়িগুলো। প্রতিটা ফ্র্যাঞ্চাইজ়ি তাদের ঘরের মাঠে ম্যাচের টিকিটের দাম নিজেরাই ঠিক করে। ফলে স্টেডিয়ামে দর্শক আনতে গেলে তারা টিকিটের দাম কমাতে পারে। এতে কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন সমর্থকরা।

বাকি লিগের উপর প্রভাব

ভারতের ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজ়, ঘরোয়া ক্রিকেট, ISL, আইলিগ, ডুরান্ড কাপ, কলকাতা লিগ, হকি লিগ বা এইধরনের ইভেন্টের উপর GST-র ৪০% লাগু হবে না। কারণ এগুলো লাক্সারি ইভেন্ট হিসেবে নথিভুক্ত নয়। ফলে এগুলোর টিকিটে ১৮% GST লাগু হবে।

Lading . . .