ইনজুরিতে থাকা নাইটকে নিয়েই ইংল্যান্ডের বিশ্বকাপের দল ঘোষণা
প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫

চলতি বছরের মে মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন হিথার নাইট। চোটের কারণে ভারতের বিপক্ষে কিছুদিন আগে অনুষ্ঠিত সিরিজেও খেলতে পারেননি তিনি। পুরোপুরি সেরে না উঠলেও ইংল্যান্ডের বিশ্বকাপ দলে তারকা এই অলরাউন্ডারকে রাখা হয়েছে। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই চোট থেকে নাইট পুরোপুরি সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেছে ইসিবি।
ইংল্যান্ডের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে নাইট ছাড়াও সুযোগ পেয়েছেন ড্যানি ওয়াট ও সারাহ গ্লেন। গ্রীষ্ম মৌসুমে ইংলিশদের হয়ে ওয়ানডে খেলা হয়নি ড্যানি ওয়াটের। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছেন এই ব্যাটার। এছাড়া কিছুদিন আগে হওয়া ভারত সিরিজে ছিলেন না সারাহ। তবে দুজনকেই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নিয়ে যাচ্ছে ইংল্যান্ড।
ওয়াট-গ্লেনদের জায়গা দিতে গিয়ে ব্যাটার মেইয়া বুচিয়ার ও অলরাউন্ডার অ্যালিস ডেভিডসন রিচার্ডসকে স্কোয়াড থেকে বাদ দিয়েছেন নির্বাচকরা। ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশন বিবেচনায় স্পিনের শক্তি বাড়াতে চেয়েছে ইংল্যান্ড। যে কারণে অভিজ্ঞ পেসার পেসার ক্যাট ক্রসকে স্কোয়াডের বাইরে রেখেছে তারা।
নারী ওয়ানডে বিশ্বকাপে স্পিন বিভাগে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন সোফি একলেস্টন। তার সঙ্গে থাকবেন লিনসে স্মিথ, অফ স্পিনার চার্লি ডিন এবং লেগ স্পিনার সারাহ। পেস অ্যাটাকে রয়েছেন লরেন বেল, লরেন ফিলার ও এম আর্লট। ধারণা করা হচ্ছে লম্বা সময়ের চোট কাটিয়ে বিশ্বকাপ দিয়ে বোলিংয়ে ফিরবেন অধিনায়ক ন্যাট সিভার ব্রান্টও। তারকা এই অলরাউন্ডার ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপে নেতৃত্ব দেবেন।
৩০ সেপ্টেম্বর মাঠে গড়াবে নারী ওয়ানডে বিশ্বকাপের আগামী আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ৩ অক্টোবর ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরু হবে। পরবর্তীতে রাউন্ড রবিন পদ্ধতির বিশ্বকাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ইংলিশরা।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল: ন্যাট সিভার ব্রান্ট (অধিনায়ক), এম আর্লট, ট্যামি বেমাউন্ট, লরেন বেল, অ্যালিস ক্যাপসি, চার্লি ডিন, সোফিয়া ডাঙ্কলি, সোফি একলেস্টন, লরেন ফুলার, সারাহ গ্লেন, অ্যামি জোন্স, হিথার নাইট, এমা লাম, লিনসে স্মিথ, ড্যানি ওয়াট।
এএল