১৭ বছর পর ক্রিকেট ফিরল ডারউইনে, শেষ স্মৃতিতে জড়িয়ে বাংলাদেশ
প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫

ডারউইনের ম্যারারা ওভাল ক্রিকেট গ্রাউন্ডে আন্তর্জাতিক ক্রিকেট তেমন একটা হয় না বললেই চলে। এই স্টেডিয়ামে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে। যেখানে খেলেছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া। অবশেষে আজ ভেন্যুটির দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষ হয়েছে। ডারউইনের ম্যারারা ক্রিকেট গ্রাউন্ডে এবার খেলছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
ডারউইনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেছেন টিম ডেভিড।
চারে নামা ক্যামেরন গ্রিন মাত্র ১৩ বলে ৩৫ রানের ক্যামিও খেলেছেন। আর কেউই বলার মতো রান পাননি। দক্ষিণ আফ্রিকার হয়ে এ ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন কোয়েনা মাফাকা। তিনি ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। এছাড়া কাগিসো রাবাদা দুটি এবং লুঙ্গি এনগিদি, জর্জ লিন্ডে ও সেনুরান মুথুস্বামী একটি করে উইকেট নেন।
ডারউইনে ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত চার ওয়ানডে ও দুই টেস্ট হয়েছে। এই ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই জড়িয়ে বাংলাদেশ। ২০০৮ সালে সবশেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া যে ম্যাচটা হয়েছিল, সেটা ছিল ওয়ানডে ম্যাচ। ১৭ বছর আগে সেই ওয়ানডেতে বাংলাদেশকে ৭৩ রানে হারিয়েছিল অজিরা।
এএল