ভারতের বিপক্ষে লিটনকে নিয়ে শঙ্কা, নতুন অধিনায়ক হবেন কে?
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে ফাইনালে ওঠার পথ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এমন ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
গত সোমবার দুবাইতে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে চোট পান তিনি। পরে আর ব্যাট করেননি বাংলাদেশ অধিনায়ক। অবশ্য টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল গুরুতর কিছু হয়নি।
মাঠেই তখন তাকে শুশ্রূষা করতে দেখা যায় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে। এরপর বেঞ্চে বসেই দলের অনুশীলন দেখেন লিটন। ম্যাচের দিন আজ খোঁজ নিয়ে জানা গেছে, অনেকটাই স্বাভাবিক আছেন টাইগার অধিনায়ক। তবে ম্যাচ খেলবেন কিনা সেই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি টিম ম্যানেজমেন্টের কেউ।
যদিও লিটনের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ দল। যদি শেষ পর্যন্ত না খেলেন তাহলে টাইগারদের অধিনায়ক কে হবেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেক্ষেত্রে নুরুল হাসান সোহান একাদশে আসতে পারেন, তখন তিনিই হবেন অধিনায়ক। যদি সোহান বাইরে থাকেন তখন জাকের আলি অনিককে দেখা যেতে পারে অধিনায়কের দায়িত্বে।
আজ ভারতের বিপক্ষে খেলার পর আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগারদের। টানা দুই ম্যাচের ধকল কাটাতে গতকাল অনুশীলন করেননি বাংলাদেশ দলের খেলোয়াড়রা।
এসএইচ/এইচজেএস