Advertisement

বাংলাদেশের ক্রিকেটে গামিনীর ভবিষ্যৎ কী?

ঢাকা পোস্ট

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

গেল বছর হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি থেকে সরে যান কিউরেটর টনি হেমিং। গুঞ্জন ছিল, বনিবনা না হওয়ায় বিসিবির চাকরি ছাড়েন তিনি। তবে নতুন করে আবারো বাংলাদেশে আসছেন হেমিং। বিসিবির প্রধান কিউরেটর হিসেবে কাজ করবেন তিনি।

হেমিংয়ের সঙ্গে এবার দুই বছরের চুক্তি হয়েছে। দ্রুতই আসবেন দেশে। মূলত দেশের সব কিউরেটরদের শেখাবেন তিনি। এছাড়া হেড অব টার্ফ নামে নতুন আরেকটি দায়িত্ব পালন করবেন হেমিং। সবশেষ ৬ মাস ধরে টনি হেমিংয়ের সঙ্গে যোগাযোগ চালিয়ে গিয়েছে বিসিবি। অবশেষে আবারো তিনি কিউরেটর হয়ে আসছেন।

হেমিং আসলে বর্তমান প্রধান কিউরেটর গামিনীর ভবিষ্যৎ কী? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রীড়াঙ্গনে। বিসিবির এক পরিচালক ঢাকা পোস্টকে জানিয়েছেন, গামিনীর চুক্তি বেড়েছে এক বছরের। সেক্ষেত্রে তাকে যদি সরিয়ে দিতে হয় তাহলে কমপক্ষে ২ মাস আগে নোটিশ দিতে হবে। এছাড়া নতুন প্রধান কিউরেটরের উপর নির্ভর করছে অনেক কিছু। হেমিং প্রধান কিউরেটরের দায়িত্ব নিয়ে আসছেন। সেক্ষেত্রে গামিনীর সঙ্গে তার রসায়ন কেমন হবে সেটাও একটা প্রশ্ন।

এর আগে ২০২৩ সালের জুলাই মাসে প্রধান কিউরেটর হিসেবে বিসিবিতে যোগ দিয়েছিলেন হেমিং। তার সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বিসিবির। তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান এই কিউরেটর। গত বছরের ১০ জুলাই বিসিবি কিউরেটরের পদ থেকে সরে দাঁড়ানোর পর পিসিবির প্রধান কিউরেটর হিসেবে যুক্ত হন তিনি। সংস্থাটির সঙ্গে তার দুই বছরের চুক্তি হয়েছিল।

বাংলাদেশে কাজ করার আগে আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন হেমিং। একই সঙ্গে ওমান ক্রিকেট একাডেমির আইসিসি পিচ কনসাল্যান্ট ছিলেন তিনি।

এসএইচ/এএল

Lading . . .