এশিয়া কাপে নামার আগে ‘ক্লিন বোল্ড’ শুবমান, ২৫ ছক্কায় নজর কাড়লেন অভিষেক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

বুধবার UAE-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করবে ভারত। স্বাভাবিকভাবেই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। তবে এই ম্যাচে কেমন হবে ভারতের প্রথম একাদশ, সেটাই এখন ক্রিকেটপ্রেমীদের আলোচনার মূল বিষয়। তবে ম্যাচের আগে প্র্যাকটিসে ছবিটা একটু অন্যরকম। একদিকে ২৫-৩০টি ছক্কা মেরে নজর কেড়েছেন অভিষেক শর্মা। অন্য দিকে স্থানীয় নেট বোলারের বলে ‘ক্লিন বোল্ড’ হয়েছেন শুবমান গিল। অনুশীলনে দেখা যায়নি বুমরা, সঞ্জু, হর্ষিতদের।
UAE-র বিরুদ্ধে নামার আগে ICC অ্যাকাডেমিতে ঐচ্ছিক অনুশীলন ছিল ভারতীয় ক্রিকেট দলের। এই প্র্যাকটিসে নজর কাড়লেন তরুণ ওপেনার অভিষেক শর্মা। প্রায় চার ঘণ্টা নেটে সময় কাটান তিনি। এর মধ্যে এক ঘণ্টায় প্রায় ২৫-৩০টি ছক্কা মেরে চমকে দেন সবাইকে।এর মধ্যে অধিকাংশ বলই গিয়ে পরে মাঠের বাইরে। তবে শুধু ছক্কা মারা নয়, হ্যান্ড-আই কোঅর্ডিনেশন এবং স্ট্রোক-প্লের উপরে জোর দেন তিনি। একের পর এক দুরন্ত শটে ইঙ্গিত দিয়েছেন ফর্মে থাকার, যা ভরসা দিচ্ছে ভারতীয়দের।
VIDEO | India had a light yet eventful training session at the Dubai International Stadium ahead of their Asia Cup 2025 clash against the UAE. Chairman of selectors Ajit Agarkar and head coach Gautam Gambhir were spotted in a relaxed chat on the sidelines as the players went… pic.twitter.com/IVKYK4Jh95
নজর ছিল ভাইস ক্যাপ্টেন শুবমান গিলের দিকেও। প্র্যাকটিসে স্বাচ্ছন্দ্যে নতুন বলের মোকাবিলা করেছেন তিনি। একের পর এক কভার ড্রাইভ মেরেছেন চেনা ছন্দে। তবে চিন্তায় রেখেছে একটি ঘটনা। স্থানীয় এক নেট বোলারের ডেলিভারিতে ক্লিন বোল্ড হন শুবমান। তাই ডিফেন্সের দিকে বাড়তি নজর দিতে হবে গিলকে, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। কারণ, সম্ভবত তিনিই ওপেনে নামবেন অভিষেক শর্মার সঙ্গে।
A post shared by Team India (@indiancricketteam)
এই দিন অনুশীলনে বাড়তি সময় কাটালেন জিতেশ শর্মা। ফিল্ডিং কোচ টি দিলীপের অধীনে অনেকক্ষণ ধরে উইকেটকিপিং প্র্যাকটিস করেন তিনি। এর মধ্যে ছিল নো-লুক ক্যাচও। তবে অনুপস্থিত ছিলেন সঞ্জু স্যামসন। ভারতের অনুশীলন থেকে যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে এটা স্পষ্ট যে প্রথম একাদশে জায়গা হারাচ্ছেন সঞ্জু। সুযোগ পাবেন জিতেশ। তবে বুমরা, কুলদীপরাও বিশ্রামের জন্য অংশ নেননি এই অনুশীলনে।