Advertisement

অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

দৈনিক সংগ্রাম

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

24obnd

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারল না অস্ট্রেলিয়া। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১৯৩ রানে গুটিয়ে যায় তারা। ফলে ৮৪ রানের দুর্দান্ত জয় তুলে নেয় প্রোটিয়ারা। এর মধ্য দিয়ে ২-০ ব্যবধানে সিরিজও নিশ্চিত করল সফরকারীরা। ব্যাট হাতে ম্যাথিউ ব্রিটজকে ধারাবাহিক ফর্মে ঝলক দেখালেও বল হাতে পুরো ম্যাচ নিজের করে নেন লুঙ্গি এনগিডি। ৪২ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। গতকাল টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র দ্বিতীয় ওভারে আউট হয়ে যান অধিনায়ক এইডেন মার্করাম। ষষ্ঠ ওভারে ঝুলিতে যোগ হয় আরও একটি উইকেট, যখন জেভিয়ার বার্টলেট ফিরিয়ে দেন রায়ান রিকেলটনকে। ২৩ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা প্রোটিয়াদের হাল ধরেন টনি ডি জর্জি ও ম্যাথিউ ব্রিটজকে। তাদের ৬৭ রানের জুটি দলকে এগিয়ে নেয় নতুন ভরসায়। ব্রিটজকে খেলেন রেকর্ডবুকে জায়গা করে নেওয়া দুর্দান্ত ৮৮ রানের ইনিংস। তবে ৩১তম ওভারে তার বিদায়ের পর হঠাৎই ব্যাটিং লাইনে ভাটা পড়ে। ডেওয়াল্ড ব্রেভিস (১) ও উইয়ান মুলডার দ্রুত সাজঘরে ফেরেন। ৪২তম ওভারের পর স্কোরবোর্ডে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৭ উইকেটে ২৪৩। শেষদিকে কেশব মহারাজের ২২ রানের ছোট্ট ইনিংস দলের সংগ্রহ নিয়ে যায় ২৭০ রানের ওপরে। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন অ্যাডাম জাম্পা। তিনি নেন ৩ উইকেট। এছাড়া ল্যাবুশেন, এলিস ও বার্টলেট নেন ২টি করে উইকেট। তবে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে সেই লড়াই শেষ পর্যন্ত টিকল না। ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশেন আর মিচেল মার্শÑ তিনজনই দ্রুত আউট হয়ে ফেরেন। চাপে পড়ে যায় পুরো মিডল অর্ডার। কিছুটা প্রতিরোধ গড়েন ক্যামেরন গ্রিন (৩৫), তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। অস্ট্রেলিয়ার ইনিংসে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন জশ ইংলিস। তার ঝলমলে ৮৭ রানও শেষ পর্যন্ত পরাজয় ঠেকাতে পারেনি। পুরো ম্যাচের নায়ক এনগিডি। বল হাতে একাই ভেঙে দেন অস্ট্রেলিয়ার স্বপ্ন। তার শিকার লাবুশেন, ইংলিস, বার্টলেট, এলিস ও জাম্পা। তাকে ভালোভাবে সাপোর্ট দেন নান্দ্রে বার্গার, যিনি শুরুতে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন। আর সেনুরান মুথুসামি আঁটসাঁট বোলিংয়ে চাপ সৃষ্টি করেন। তাতে ৩৭.৪ ওভারেই ১৯৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

Lading . . .