Advertisement

অক্ষত রইল রেকর্ড, শুবমানকে বিশেষ উপহার গাভাসকরের, দেখুন ভিডিয়ো

এই সময়

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

শুবমানকে বিশেষ উপহার গাভাসকরের,Ei Samay
শুবমানকে বিশেষ উপহার গাভাসকরের,Ei Samay

অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি শুরুর আগে অনেকেই প্রশ্ন তুলেছিলেন নেতৃত্ব সামলাতে গিয়ে শুবমান গিলের ব্যাটিং ক্ষতিগ্রস্ত হবে কি না। সেই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন শুবমান। চলতি সিরিজ়ে পাঁচ টেস্টে করেছেন মোট ৭৫৪ রান। এর মধ্যে রয়েছে একটি ডাবল সেঞ্চুরি এবং তিনটি সেঞ্চুরি। এই দুরন্ত ব্যাটিংয়ের ফলে একাধিক রেকর্ড গড়েছেন গিল। কিন্তু অক্ষত থেকে গিয়েছে সুনীল গাভাসকরের রেকর্ড। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ড গাভাসকরের দখলে (৭৭৪ রান)। তবে রেকর্ড ভাঙতে না পারলেও শুবমানকে বিশেষ উপহার দিলেন এই কিংবদন্তি ক্রিকেটার।

শুবমানকে কী উপহার দিলেন গাভাসকর?

তৃতীয় দিনের খেলা শেষে কমেন্ট্রি বক্স থেকে নেমে মাঠেই শুবমানের সঙ্গে দেখা করেন গাভাসকর। শুবমানের জন্য একটি শার্ট এবং টুপি নিয়ে যান তিনি। গাভাসকর বলেন, ‘আমি তোমার জন্য একটা উপহার এনেছি। ভেবেছিলাম তুমি আমার রেকর্ড ভেঙে দেবে। কিন্তু সেটা হয়নি, তবে পরের সিরিজ়ে এটাই তোমাকে অনুপ্রেরণা জোগাবে। এই শার্টে আমার নামের আদ্যক্ষর SG রয়েছে। নিজের জন্য বানিয়েছিলাম, কিন্তু তোমায় দিচ্ছি। আর রয়েছে একটা টুপি, যেটা আমি খুব কম মানুষকেই দিই। অনেক শুভেচ্ছা রইল।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। মন জিতে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের।

A wholesome moment between Shubman Gill & Sunil Gavaskar 😍 #SonySportsNetwork #ENGvIND #NayaIndia #DhaakadIndia #TeamIndia #ExtraaaInnings | @ShubmanGill pic.twitter.com/2wYhLiMCAR

দিনের শেষে নিখুঁত ইয়র্কারে জ্যাক ক্রলিকে আউট করেন মহম্মদ সিরাজ। এ ক্ষেত্রে শুবমানের ক্যাপ্টেন্সিরও প্রশংসা করেছেন গাভাসকর। তিনি বলেন, ‘শেষ ওভারটা দারুণ ছিল। ডিপ মিড উইকেটে ফিল্ডার পাঠিয়ে, বাউন্সারের ভয় দেখিয়ে নিখুঁত ইয়র্কার করার পরিকল্পনা ভালো লেগেছে। শুধু তাই নয়, আমি সাদা জ্যাকেটটা পরে মাঠে আসব চতুর্থ দিনে। ২০২১ সালে গাব্বা টেস্টেও শেষ দিনে পড়েছিলাম। ওটা লাকি জ্যাকেট।’

শুবমান হেসে গাভাসকরের কথার জবাব দেন এবং ধন্যবাদ জানান।

Lading . . .