‘কেউ জানতেই চায় না কেমন আছি’, বোর্ডের উপর ক্ষুব্ধ শার্দূল
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

বর্ডার-গাভাসকর ট্রফি হোক কিংবা অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি, বারবার প্রশ্নের মুখে পড়েছে ক্রিকেটারদের ওয়ার্কলোড। চোট সারিয়ে ফেরার পরেও একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি জশপ্রীত বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে প্রতিটা ম্যাচ খেলায় এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে। কিন্তু ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করেন ওয়ার্কলোডের অজুহাতে ম্যাচ খেলা থেকে নিজেদের সরিয়ে নেন ক্রিকেটাররা। কিন্তু এই নিয়ে মুখ খুললেন অভিজ্ঞ অলরাউন্ডার শার্দূল ঠাকুর। BCCI নাকি এই বিষয়ে গুরুত্বই দেয় না কোনও, এমনটাই জানালেন তিনি।
সম্প্রতি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন করা হয় শার্দূল ঠাকুরকে। এমন প্রশ্ন পেয়ে খুশিই হন তিনি। এই পেসার অলরাউন্ডার বলেন, ‘কেউই কখনও এসে আমাদের জিজ্ঞাসা করেন না আমরা কেমন আছি। একটানা অনেক মাস খেলার পরে শরীরের ভিতরে কেমন অনুভূতি হয়, সে সব জানতে চান না কেউ। অনেক ক্ষেত্রেই আমাদের মূল্য দেওয়া হয় না। এমন কী এই নিয়ে ম্যানেজমেন্টও সঠিক পদক্ষেপ নেয় না। তবে ব্যক্তিগত ভাবে, ফিজ়িও এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমি। ফিট থাকার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ, দিনের শেষে ক্রিকেটই আমার কেরিয়ার।’
শার্দূল ঠাকুরের এমন বক্তব্যের পরে জোর চর্চা ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
Shardul Thakur on workload management
“A lot of times we are taken for granted and the management is not to the highest level. No one actually comes and asks us how our body feels after playing for so many months.” pic.twitter.com/qMqjEALbsb
দীর্ঘদিন পরে জাতীয় দলে কামব্যাক করেছেন শার্দূল ঠাকুর। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের মধ্যে খেলেছেন দুটিতে। তবে ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে তিনি সুযোগ পাবেন কি না, সেই নিয়ে উঠছে প্রশ্ন।
তবে ঘরোয়া ক্রিকেটে বড় দায়িত্বের পথে শার্দূল ঠাকুর। দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। অজিঙ্ক রাহানে ক্যাপ্টেনের পদ ছাড়ার পরে মুম্বইয়ের নেতৃত্বের দৌড়েও এগিয়ে রয়েছেন শার্দূল। তবে শার্দূলের এমন বক্তব্যের পরে বিতর্ক তৈরি হতে বাধ্য।