বিশ্বকাপের আগে নতুন ‘নাটক’, ভারতে আয়োজিত ইভেন্টে অংশ নিচ্ছে না পাকিস্তান
প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

তিন দিন পরেই শুরু এশিয়া কাপ। এই টুর্নামেন্ট শেষ হলেই বসবে বিশ্বকাপের আসর। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু মেয়েদের ODI বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে এই টুর্নামেন্টের। অনেক টালবাহানার পরে এই টুর্নামেন্টে খেলার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে পাকিস্তান। এ বার নতুন নাটক পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। ভারতের সঙ্গে তিক্ত সম্পর্কের কারণে বিশ্বকাপের প্রতিটা ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান। এ বার জানাল ভারতের মাটিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেবে না তারা। পহেলগাম হামলা এবং দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণেই এমন সিদ্ধান্ত পাকিস্তানের।
কী জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে?
বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটা দলের প্রতিনিধি উপস্থিত থাকেন উদ্বোধনী অনুষ্ঠানে। তবে, পাক মিডিয়ায় প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, পাকিস্তানের মহিলা দলের ক্যাপ্টেন ফাতিমা সানা থাকবেন না সেখানে। কোনও ক্রিকেটার অথবা পাক টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনও প্রতিনিধিও উপস্থিত থাকবেন না।
নতুন নিয়ম অনুযায়ী এখন নিরপেক্ষ ভেন্যুতে ICC টুর্নামেন্টের ম্যাচ খেলবে ভারত ও পাকিস্তান। সীমানা পেরিয়ে দুই দেশে প্রবেশ করবে না কেউই। এই কারণেই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছে না পাকিস্তান, এমনটাই মনে করা হচ্ছে।
Exciting news 🤩
India’s musical pride @shreyaghoshal will get Guwahati grooving at the @cricketworldcup Grand Opening Ceremony ahead of the tournament opener between @BCCI and @OfficialSLC on September 30 🎶
Details 👉 https://t.co/XRP281vd9c pic.twitter.com/MoJBmtk7rS
কবে ও কোথায় হবে মেয়েদের ODI বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান?
৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এটাই টুর্নামেন্টের প্রথম ম্যাচ। এই ম্যাচের আগে স্টেডিয়ামেই আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের পারফরম্যান্স এই ইভেন্টের মূল আকর্ষণ হতে চলেছে। আর কারা অংশ নেবেন এই অনুষ্ঠানে, সেটা এখনও প্রকাশ্যে আসেনি। ২ অক্টোবর কলম্বোয় প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে পাকিস্তান।