ম্যাজিক ডেলিভারিতে রাসেলকে ফেরালেন শামসি, লজ্জার হার নাইট রাইডার্সের
প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫
চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ একের পর এক কারণের জন্য শিরোনামে থাকছে। কখনও কাইরন পোলার্ড, আবার কখনও নিকোলাস পুরান। একের পর এক বিধ্বংসী ইনিংস খেলছেন তাঁরা এ বার ব্যাটিং নয়, বোলিংয়ের জন্য আলোচনায় এল CPL। সৌজন্যে দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরেজ শামসি। তাঁর ম্যাজিক ডেলিভারিতে ক্লিন বোল্ড হলেন আন্দ্রে রাসেল।
ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে এ বার খেলছেন আন্দ্রে রাসেল। সম্প্রতি ম্যাচ ছিল সেন্ট লুসিয়া কিংস ও ত্রিনবাগো নাইট রাইডার্সের। সেই ম্যাচটা হেরে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স। আর এই ম্যাচে শিরোনামে তাবরেজ শামসির বল।
বাঁ হাতে লেগ স্পিন করতে তারায় তাবরেজ শামসিকে খেলা খুব একটা সহজ না। তাঁর বাড়তি সুবিধা হচ্ছে তিনি বল দু’দিকেই ঘোরাতে পারেন। ফলে ব্যাটারদের বুঝতে সুবিধা হয় এবং খেলতে ভুল করে বসে। একই ভুল করেন আন্দ্রে রাসেল।
Tabraiz Shamsi showcased his magic in the CPL last night 🪄🎩
He ended with figures of 4-0-12-3 🤯 #CPL25 #tabraizshamsi pic.twitter.com/Js1er3T0EA
এই ম্যাচে ১৩তম ওভারে বল করতে আসেন সেন্ট লুসিয়া কিংসের শামসি। সেই সময়ে ত্রিনবাগো নাইট রাইডার্সের স্কোর ছিল ৭২ রানে ৫ উইকেট। ক্রিজে ছিলেন আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ড। শামসি ১৩তম ওভারের তৃতীয় বলটি অফস্টাম্পে করেন, রাসেলের ভেবেছিলেন বলটা পড়ে সোজা যাবে, তাই তিনি বড় শট খেলতে যান। কিন্তু শামসির বলটা মাটিতে পড়ে ভিতরের দিকে ঢুকে যায় এবং গিয়ে লাগে স্টাম্পে। আউট হওয়ার পর রাসেলকে বেশ কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি যে স্পেলে চমকে গিয়েছিলেন সেটা বোঝা গিয়েছে। CPL, BBL-এর মতো লিগে বড় রান হামেশাই দেখা যায়। ছক্কার রেকর্ডও হয়। সেখানে তাবরেজ শামসির এ রকম স্পেল বোলারদের কাছে স্বস্তির।
তিন ব্যাটারকে ক্লিন বোল্ড, ম্যাচের নায়ক শামসি
তাবরেজ শামসি এই ম্যাচে আউট করেন আকিল হোসেন, কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেলকে। তিন ব্যাটারকেই তিনি ক্লিন বোল্ড করেন। ম্যাচের সেরা হন শামসি। ম্যাচটা সেন্ট লুসিয়া কিংস জেতে ৭ উইকেটে।
আরও পড়ুন