দৈনিক সংগ্রাম
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য বড় দুঃসংবাদ নিয়ে এলো আসন্ন সফরগুলো। চোটের কারণে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজগুলোতে খেলা হচ্ছে না দলের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের। এই বিষয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (সিএ) জানিয়েছে, পিঠের নিচের অংশে চোট পাওয়ায় কামিন্সকে এই দুই সিরিজে বিবেচনা করা হবে না। তবে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন এবং বছরের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে বোলিং শুরু করতে পারবেন কিনা, সেটি পরে নির্ধারণ করা হবে।
আরও পড়ুন