প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

আগামী ৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) ভোট গ্রহণ। তবে এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দিতে পারছেন না দেশের সবচেয়ে জনপ্রিয় দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। কোয়াবের নির্বাচন কমিশন থেকে জানা গেছে, নির্বাচনের জন্য যে নতুন সদস্যপদ গ্রহণ বা নবায়নের প্রয়োজন ছিল, তা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেননি সাকিব ও মাশরাফি।
এ কারণে নিয়ম অনুযায়ী আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থাকছে না তাদের। এদিকে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা বর্তমানে সিলেটে অবস্থান করছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজটি ৩ সেপ্টেম্বর শেষ হবে। তাই ৪ তারিখের কোয়াবের নির্বাচনে ক্রিকেটাররা ভোট দিতে পারবেন কি না সেই সংশয় ছিল। তবে অ্যাডহক কমিটির এক সদস্য গণমাধ্যমকে জানান, সিলেট থেকে ফিরেই ক্রিকেটাররা ভোট দেবেন। কোয়াবের অনেক সদস্য নিজেদের দায়িত্ব পালনের কারণে সে সময় ঢাকা অবস্থান করবেন না। তবে তাদের জন্যও ভোট দেওয়ার সুযোগ রেখেছে সংস্থাটি। যারা দেশে নেই কিংবা ঢাকায় থাকবেন না তারা অনলাইনে ভোটে অংশ নিতে পারবেন। যেমন, ইংল্যান্ড সফরে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা অনলাইনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। জানা গেছে, আসন্ন কোয়াবের নির্বাচনের কাঠামোতেও আসছে একাধিক পরিবর্তন। সাধারণ সম্পাদক পদ বিলীন করা হয়েছে। নতুন কমিটিতে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, একজন সহসভাপতি এবং আটজন কার্যনির্বাহী সদস্য। গত বছরের আগস্টের পর থেকে ক্রিকেটারদের এ সংগঠনটির কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। কোয়াবকে নতুন করে সক্রিয় করে তুলতে পূর্বের কমিটি স্থগিত রেখে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিক প্রক্রিয়ায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াবের নির্বাচন।
আরও পড়ুন