শেষ দিনে চূড়ান্ত ক্লাইম্যাক্স, সিরাজ-কৃষ্ণর দাপটে ওভালে ঐতিহাসিক জয় ভারতের
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

এভাবেও ফিরে আসা যায়! ম্যাচের শেষ দিনে সমীকরণটা ছিল খুব স্পষ্ট। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। ভারতের দরকার ছিল ৪ উইকেট। পাল্লা ভারী ছিল ইংল্যান্ডের দিকে। কিন্তু খাদের কিনারা থেকেও ঘুরে দাঁড়ানো যায়, সেটা প্রমাণ করলেন ভারতীয় ক্রিকেটাররা। ম্যাঞ্চেস্টারে ভাঙা পা নিয়েও ব্যাটিং করেছিলেন ঋষভ পন্থ। ওভালে ঋষভ ছিলেন না, কিন্তু ছিল লড়াকু মানসিকতাটা।
সেটাকে সম্বল করেই ঐতিহাসিক জয় তুলে নিল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের শেষ টেস্টে জয় পেল ৬ রানে। ৩৬৭ রানে শেষ হলো ইংল্যান্ডের ইনিংস। হাড্ডাহাড্ডি ম্যাচে জয় পাওয়ায় ২-২ ফলে শেষ হলো অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি।
আর এই জয়ের সৌজন্যে মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ। পঞ্চম দিনের প্রথম সেশনে বল হাতে আগুন ঝরালেন দুই পেসার। দিনের দ্বিতীয় ওভারেই জেমি স্মিথকে ফিরিয়ে ইংল্যান্ডকে ধাক্কা দেন মহম্মদ সিরাজ। চতুর্থ ওভারে ফের সাফল্য সিরাজের। ৯ রান করে জেমি ওভার্টন ফেরেন LBW হয়ে। তখন জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল ভারত। জশ টাংকে ক্লিন বোল্ড করেন প্রসিধ কৃষ্ণ। ইংল্যান্ডের প্রয়োজন ছিল আর ১৭ রান।
ফিনিশিং টাচটা আসে সিরাজের হাত থেকেই। গাস অ্যাটকিনসনকে ১৭ রানে বোল্ড করেন তিনি। ৩৬৭ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন সিরাজ। এই ম্যাচে নিলেন মোট ৯ উইকেট।
A stunning end to the five-Test series as India clinch the thriller at The Oval 👏 #WTC27 #ENGvIND 📝: https://t.co/SNl4Ym0dTV pic.twitter.com/jjBTeRFqaM
ওভালে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে সেভাবে দাগ কাটতে পারেননি ভারতীয় ব্যাটাররা। লড়াকু হাফসেঞ্চুরি আসে করুণ নায়ারের ব্যাট থেকে। ১০৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। করুণ বাদে ভারতীয় ব্যাটারদের মধ্যে নজর কাড়েন সাই সুদর্শন (৩৮) ও ওয়াশিংটন সুন্দর (২৬)। ২২৪ রানে শেষ হয় ভারতের ইনিংস।
𝗕 𝗘 𝗟 𝗜 𝗘 𝗩 𝗘 🇮🇳💪 #TeamIndia seal a win for the ages as #MohammadSiraj bags a brilliant five-for!
Ye comeback karna sikhane aaye hai! 🇮🇳🔥 #ENGvIND 👉 5th TEST, DAY 5 | LIVE NOW on JioHotstar 👉 https://t.co/AV9uphnOIU pic.twitter.com/EXK5bSpruD
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেও বড় লিড নিতে পারেনি ইংল্যান্ড। হাফ সেঞ্চুরি করেন জ়্যাক ক্রলি (৬৪) ও হ্যারি ব্রুক (৫৩)। বেন ডাকেটের ব্যাটে আসে ৪৩ রান। তবে শেষ দিকে ভারতীয় পেসারদের দাপটে ২৪৭ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ৪টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণ।
দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় ভারত। দুরন্ত সেঞ্চুরি করেন যশস্বী জয়সোয়াল। ১৬৪ বলে ১১৮ রানের ইনিংস খেলেন। নাইটওয়াচম্যান হিসেবে নেমে নজর কাড়েন আকাশ দীপ। কঠিন পরিস্থিতিতে খেলেন ৯৪ বলে ৬৬ রানের ইনিংস। বল হাতে বেশি উইকেট না পেলেও তিনি ব্যাট হাতে সাফল্য পেলেন। ম্যাঞ্চেস্টারের মতো এই ম্যাচেও হাফ সেঞ্চুরি আসে রবীন্দ্র জাডেজা (৫৩) ও ওয়াশিংটন সুন্দরের (৫৩) ব্যাট থেকে। ধ্রুব জুরেল করেন ৩৪ রান। ৩৯৬ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস।
TAKE A BOW, MOHD. SIRAJ!
Scorecard ▶️ https://t.co/Tc2xpWMCJ6 #TeamIndia | #ENGvIND pic.twitter.com/opZZ53Xnxh
৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দাপট দেখায় ইংল্যান্ড। বেন ডাকেটের ৫৪ রানের পরে সেঞ্চুরি আসে জো রুট এবং হ্যারি ব্রুকের ব্যাট থেকে। ১০৫ রান করেন রুট। ১১১ রানের ইনিংস খেলেন ব্রুক। একটা সময়ে দিশেহারা হয়ে পড়লেও শেষবেলায় ম্যাচে ফেরে ভারত। তবে শেষদিনে যা হলো সেটা থ্রিলারের চেয়ে কম নয়।
It's all over at the Oval 🤩
FIFER for Mohd. Siraj 🔥🔥
Scorecard ▶️ https://t.co/Tc2xpWNayE
#TeamIndia | #ENGvIND pic.twitter.com/ffnoILtyiM
৩৬৭ রানে শেষ হলো ইংল্যান্ডের ইনিংস, সঙ্গে ৬ রানে জয় পেল ভারত। সমস্ত সম্ভাবনাকে ভুল প্রমাণ করলেন ভারতীয় পেসাররা। বুমরার অনুপস্থিতিতে ফের জ্বলে উঠলেন মহম্মদ সিরাজ। ম্যাচে ৫ উইকেট নিলেন তিনি।
২-২ ফলে সিরিজ় ড্র করে দেশে ফিরছে শুবমান গিলের নেতৃত্বাধীন ‘নিউ টিম ইন্ডিয়া’। সিরিজে হওয়া ভুলভ্রান্তি, দল নির্বাচন নিয়ে প্রশ্ন এবং যাবতীয় কাটাছেঁড়া ভুলে শুবমান-রাহুলদের সাফল্য়ের উদযাপনে মেতেছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।