Advertisement

সিরাজের ক্যাচ মিসে অক্সিজেন পেল ইংল্যান্ড, বাজ়বল মোডে ব্রুক-রুটরা

এই সময়

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

সিরাজের ক্যাচ মিস,ছবি: এক্স
সিরাজের ক্যাচ মিস,ছবি: এক্স

১ উইকেটে ৫০ রান নিয়ে চতুর্থ দিনে খেলা শুরু করেছিল ইংল্যান্ড। জয়ের জন্য প্রয়োজন ছিল ৩২৪ রান। ভারতের প্রয়োজন ছিল ৮ উইকেট। ভারতীয় সমর্থকরা আশা করেছিলেন প্রথম সেশনে দ্রুত উইকেট তুলে নেবেন ভারতীয় পেসাররা। বিশাল রানে পিছিয়ে থাকায় চাপ বাড়বে ইংল্যান্ডের উপরে। কিন্তু উইকেট পেলেও স্বস্তিতে নেই ভারতীয় শিবির। কারণ চাপ কাটানোর জন্য কাউন্টার অ্যাটাক শুরু করেছে ইংল্যান্ড।

বাজ়বল মোডে খেলা শুরু করেছেন হ্যারি ব্রুক-জো রুটরা। এর মধ্যে ব্রুকের ক্যাচ মিস করেছেন মহম্মদ সিরাজ, যা অক্সিজেন দিয়েছে ইংল্যান্ডকে। লাঞ্চ ব্রেকে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৬৪।

প্রথম সেশনে চালিয়ে খেলছেন ইংল্যান্ডের ব্যাটাররা

মেঘলা আকাশ থাকলেও চতুর্থ দিনের শুরুতে তেমন দাগ কাটতে পারেননি ভারতীয় পেসাররা। ক্রিজ়ে টিকে থেকে হাফসেঞ্চুরি করেন বেন ডাকেট। ধীরে ধীরে বড় শট খেলার দিকে এগোচ্ছিলেন। কিন্তু তখনই জ্বলে ওঠেন প্রসিধ কৃষ্ণ। অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে চালিয়ে খেলতে গিয়ে রাহুলের হাতে ক্যাচ দিয়ে বসেন ডাকেট। ৮৩ বলে ৫৪ রান করে ফেরেন।

Mohammed Siraj lands a killer blow 💥

He sends the set English captain back to the pavilion 👋 #SonySportsNetwork #ENGvIND #NayaIndia #DhaakadIndia #TeamIndia #ExtraaaInnings | @mdsirajofficial pic.twitter.com/Okwai75KaA

উইকেট পেলেও প্রচুর রান খরচ করেছেন প্রসিধ কৃষ্ণ। ১২ ওভারে দিয়েছেন ৭২ রান। প্রসিধের এক ওভারে তিনটি চার মারেন অলি পোপ। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। সিরাজের বলে LBW হয়ে ফেরেন ২৭ রান করে। তবে এরপরে জাঁকিয়ে বসেন ইংল্যান্ডের ব্যাটাররা।

Out? Six!?

What's Siraj done 😱 pic.twitter.com/hp6io4X27l

লাঞ্চের আগে সহজ সুযোগ মিস করেন মহম্মদ সিরাজ। প্রসিধ কৃষ্ণার ওভারে বড় শট খেলতে যান ব্রুক। ক্যাচ ধরেন সিরাজ কিন্তু তাঁর পা ঠেকে যায় বাউন্ডারি লাইনে। বলটি ভিতরে ছুঁড়ে দিয়ে ফের ক্যাচ ধরার সুযোগও পাননি। তাই ছয় রান দেন আম্পায়ার। ওই ওভারেই আরও দুটি চার মারেন ব্রুক।

লাঞ্চব্রেকে ৩০ বলে ৩৮ রানে অপরাজিত হ্যারি ব্রুক। ২৩ রানে ক্রিজ়ে রয়েছেন জো রুট। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার আর ২১০ রান। ভারতের প্রয়োজন ৬ উইকেট।

Lading . . .