Advertisement

আরও বাড়ল দায়িত্ব, এ বার এই দলের নেতৃত্বে শুবমান গিল

এই সময়

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

শুবমান গিল,Ei Samay
শুবমান গিল,Ei Samay

ভারত-ইংল্যান্ড সিরিজ়ের পরে চর্চা বেড়েছে শুবমান গিলকে নিয়ে। ক্যাপ্টেন হিসেবে প্রথম সিরিজ়েই নজর কেড়েছেন তিনি। ব্যাট হাতে পাঁচ টেস্টে করেছেন ৭৫৪ রান। এ বার নতুন দায়িত্ব শুবমানের কাঁধে। দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলকে নেতৃত্ব দেবেন ২৫ বছর বয়সি এই তারকা ক্রিকেটার। গিল ছাড়াও এই দলে রয়েছেন ভারতীয় দলে খেলা আরও তিন তারকা ক্রিকেটার। অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং অংশুল কম্বোজরাও রয়েছেন স্কোয়াডে। আর কারা জায়গা পেয়েছেন দলে?

২৮ অগস্ট থেকে শুরু হবে দলীপ ট্রফি। এই মরশুমে পুরোনো ফরম্যাট অর্থাৎ জ়োন হিসেবে ভাগ করে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। অংশ নিচ্ছে ৬টি দল। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে উত্তরাঞ্চল। এই দলে রয়েছেন একাধিক নামকরা ক্রিকেটার। আয়ুষ বাদোনি, যশ ধূল, মায়াঙ্ক দাগাররা আছেন স্কোয়াডে। এই দলে জায়গা পাননি আর এক তারকা ক্রিকেটার অভিষেক শর্মা।

তবে শুবমানদের খেলা নিয়ে আছে একটা টুইস্ট। ২৮ অগস্ট থেকে শুরু দলীপ ট্রফি। অন্য দিকে এশিয়া কাপ শুরু ৯ সেপ্টেম্বর থেকে। তাই ভারতীয় স্কোয়াডে ডাক পেলে এই টুর্নামেন্টে খেলতে পারবেন না তাঁরা। কী হবে সে ক্ষেত্রে?

Shubman Gill is all set to lead North Zone in the Duleep Trophy 🧢🔥 #shubmangill pic.twitter.com/r7m00auqxH

এই নিয়ে একটি বিবৃতি জারি করেছে উত্তরাঞ্চল। স্ট্যান্ডবাইতে রয়েছেন ৭ ক্রিকেটার। শুবমান গিল, অর্শদীপ সিং, হর্ষিত রানাদের মধ্যে কেউ জাতীয় দলে সুযোগ পেলে তাঁদের পরিবর্ত হিসেবে দলে আসবেন তা স্পষ্ট জানানো হয়েছে বিবৃতিতে। শুবমানের পরিবর্ত হিসেবে সুযোগ পাবেন শুভম রোহিল্লা। অর্শদীপ সিংয়ের জায়গায় দলে আসবেন গুরনুর ব্রার। হর্ষিত রানা সুযোগ পেলে তাঁর জায়গায় স্কোয়াডে আসবেন অনুজ থারকাল।

Lading . . .