প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ব্রেন্ডন টেইলর। তাতে ৪ বছরের অপেক্ষা ফুরিয়েছে তার। পরে ওয়ানডে দলেও ডাক পেয়েছেন। এবার টি-টোয়েন্টি দলে ডাক পাওয়ায় ষোলোকলা পূর্ণ হয়েছে টেইলরের। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটারকে রেখেই আজ ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। সংক্ষিপ্ত সংস্করণে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালে, পাকিস্তানের বিপক্ষে।টেইলরের মতো দলে ফিরেছেন শন উইলিয়ামসও। ৩৮ বছর বয়সী বাঁহাতি ব্যাটার সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৪ সালে।প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। দুজনের সঙ্গে ফিরেছেন ব্রাড ইভান্স ও তাদিওয়ানশে মারুমানি। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজ খেলা নিউম্যান নিয়ামুরি, ওয়েসলি মাধেভেরে, ভিনসেন্ট মাসেকিসা এবং বাকি দুই ম্যাচ ৬ ও ৭ সেপ্টেম্বর। সব ম্যাচই হবে হারারেতে।
জিম্বাবুয়ের দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ট্রেভর ওয়ানডু, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনইয়ংগা, সিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস।
আরও পড়ুন