সঞ্চালিকার প্রেমে হাবুডুবু, মাঠের মাঝেই প্রেমের প্রস্তাব, চর্চায় WCL-এর ভারতীয় কর্ণধার
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

চলতি মরশুমে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস লিগ নিয়ে চর্চা অব্যাহত। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্ব এবং সেমি ফাইনালে ম্যাচ বয়কট করেছেন ভারতের প্রাক্তনীরা। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার এক ওভারে ১৮টি বল করায় ম্যাচ গড়াপেটার অভিযোগও ওঠে। অবশেষে রবিবার শেষ হয়েছে এই টুর্নামেন্ট।
তবে চর্চায় উঠে এসেছেন WCL-এর অন্যতম কর্ণধার হর্ষিত তোমর। মাঝমাঠে দাঁড়িয়ে টুর্নামেন্টের সঞ্চালিকা করিশ্মা কোটাককে প্রেমের প্রস্তাবের বিষয়ে জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ঘটনাটা কী?
কেন চর্চায় হর্ষিত তোমর ও করিশ্মা কোটাক?
WCL-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। এবি ডি ভিলিয়ার্সের দুরন্ত ইনিংসে ভর করে সহজেই জয় পায় প্রোটিয়ারা। কেরিয়ারে প্রথম কোনও ট্রফি জিতলেন তিনি। এই ম্যাচের শেষে মাঠে দাঁড়িয়ে টুর্নামেন্টের অন্যতম কর্ণধার হর্ষিত তোমরের সাক্ষাৎকার নিচ্ছিলেন সঞ্চালিকা করিশ্মা কোটাক।
WCL owner tells Karishma I'm going to propose to you' on live TV, shares pic with her later.
— World Championship of Legends (WCL) owner Harshit Tomar, while being interviewed by anchor Karishma Kotak on the day of WCL 2025 final, told her he'd propose to her.
— Harshit made… pic.twitter.com/r1RBmt4NyW
হর্ষিতকে তিনি জিজ্ঞাসা করেন, ‘টুর্নামেন্ট শেষ হয়েছে, কী ভাবে উদযাপন করবেন আজ?’। বিন্দুমাত্র না ভেবে এই প্রশ্নের জবাবে হর্ষিত বলেন, ‘এই সব শেষ হলেই আমি তোমায় প্রেমের প্রস্তাব দেব ভাবছিলাম। ধন্যবাদ, ভালো থেকো।’ এরপরেই হেসে চলে যান হর্ষিত। কার্যত লজ্জা পেয়ে হেসে ফেলেন করিশ্মা। অন-ক্যামেরা এমন প্রস্তাব দেওয়ার ঘটনা ভাইরাল হতে সময় নেয়নি। ক্রিকেটপ্রেমীদের মধ্যে জোর চর্চা এটা নিয়ে।
A post shared by Karishma Kotak (@karishmakotak26)
কে করিশ্মা কোটাক?
লন্ডনে জন্ম করিশ্মার। মাত্র ১৬ বছর বয়সেই পা রাখেন মডেলিংয়ের দুনিয়ায়। ‘বিগ বস’ নামে একটি রিয়ালিটি শোয়ের পরে পরিচিতি পান। ধীরে ধীরে স্পোর্টস প্রেসেন্টার হিসেবে নিজের কেরিয়ার গড়ে তোলেন। IPL-এর ষষ্ঠ মরশুমে এক্সট্রা ইনিংস নামে পোস্ট-ম্যাচ শোয়ের সঞ্চালিকা ছিলেন। এছাড়াও বলিউড এবং দক্ষিণের কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন করিশ্মা।